Monta Vangiya Lyrics (মনটা ভাঙ্গিয়া) By Samz Vai & Js Sajib

Monta Vangiya Lyrics (মনটা ভাঙ্গিয়া) By Samz Vai | Js Sajib
মনটা ভাঙ্গিয়া – Amar Monta Vangiya Bangla Song Lyrics. This song Singing by Samz Vai & Js Sajib. Music Composed by Samz Vai. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samz Vai Official” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Amar Monta Vangiya – মনটা ভাঙ্গিয়া
Vocal : Samz Vai & Js Sajib
Lyrics & Tune : Js Sajib
Music : Samz Vai
Edit : Lutfor Rahman Emu
মনটা ভাঙ্গিয়া লিরিক্সঃ
ওরে মন বোবা মন
তুই কেনো ভাবিস ?
যে ভুলে গেছে তোকে
অভিমান হবে কি
আর নেই তো ভালোবাসা
ডুবে গেছে আঁধারে।
ও.. চাই না এ ভালোবাসা চাই না অবহেলা
দেখতে চাই না তোমার ওই মিছে মায়া
পুড়ছে হৃদয় আমার যাক না পুড়ে
আমি আর নেই তো আর আমারই মাঝে।
আমার মন টা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া
আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া
তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না
তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া।
R. A. P
তোমার চোখের স্বপ্নটা দেখাইছিলা তুমি
এই হাতে হাত রাখিয়া আমায় কইতা ভালোবাসি
আমি বোকার মতো তোমার কথা নিতাম বিশ্বাস কইরা
আমি বুঝি নাই তোমার ছলনায় গেছি ফান্দে পইড়া
এতো নাটক জানো আর কতো অভিনয়
এতো সুন্দর কইরা করো সবই সত্যি মনে হয়
আমি বাঁইচা থাইকাও বুইঝা গেছি মৃত্যু কাকে কয়
মানতে হইবো তুমি সেরা তোমার অভিনয়ের জয়
আমার মনটা ভাঙ্গিয়া তুমি গেলা হারাইয়া
আমি সব হারাইলাম তোমার প্রেমের মায়ায় পড়িয়া
তুমি ফিরাও চাইলা না আমায় ভালোবাসলা না
তুমি তোমার মতো চইলা গেলা আমায় কান্দাইয়া
Monta Vangiya Lyrics By Samz Vai & Js Sajib
Ore mon boba mon
tui keno vabis
Je bhule geche toke
obhiman hobe ki
Aar nei toh valobasha
dube geche andhare
O…Chai na valobasha chaina obohela
Dekhte chaina tomar oi miche maya
Purche hridoy amar jaak na pure
Ami aar nei toh aar amari majhe
Amar monta vangaiya tumi gela haraiya
Ami sob harailam tomar premer mayay poriya
Tumi firao chaila na amar valobashla na
Tumi tomar moto choila gela amay kandaiya