Latest Bengali Lyrics

Putki Vai Lyrics (পুটকি ভাই) By Arob Dey & Indraneel Chatterjee

Putki Vai Lyrics

Putki Vai Lyrics (পুটকি ভাই) By Arob Dey & Indraneel Chatterjee

পুটকি ভাই – Putki Vai Bangla Song Lyrics. This song Singing by Arob Dey & Indraneel Chatterjee. Music Composed by Indraneel Chatterjee & Arob. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CONFUSED Picture youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Putki Vai – পুটকি ভাই
Webseries : Rip Rest in প্রেম
Singer & Rap : Arob Dey & Indraneel Chatterjee
Lyrics : Arob Dey
Composed & arranged by : Indraneel Chatterjee & Arob
Direction : Arijit Sorkar
Cinematography : Pratim Biswas
Label : CONFUSED Picture

পুটকি ভাই লিরিক্সঃ

গাঁজা আমার ভালোবাসা
গাঁজা আমার ঘর
বুকের মাঝে ভোলেবাবা
বাকি সব পর।
ভ্রুম ভ্রুম ভ্রুম, ভ্রুম ভ্রুম ভ্রুম

পেটের ভেতর খিদে আছে
চোখে আছে লাল
মাথার ভেতর ডিস্কো নাচে জটা মহাকাল
ভ্রুম ভ্রুম ভ্রুম, ভ্রুম ভ্রুম ভ্রুম

এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর,
এই পুটকি ভাই, একটা রোল কর
আর লইট্টা মাছের ঝোল কর

উচ্চমাধ্যমিকে তিনবার ফেল
দেশি মদ দিয়ে তাই করি গারগেল

চোখ থাকে ঢুলুঢুলু লিভার থাকে চাপে
সামনে বছর খেলতে যাব
মাতাল বিশ্বকাপে

এই পুটকি ভাই, একটু মদ ঢাল
একটু গিলে মেটে বানিয়ে দে ঝাল ঝাল

যখনই তোমাকে দেখেছি
তখনই ভালো লেগেছে,
তোমাকে প্রোপোজ করেছি
তুমি থাবড়া মেরেছো গালে

লজ্জা লেগেছে হেভি
তুমি ছিলে mah baby
যেন স্বর্গীয় শ্রীদেবী
আমি অনিল কাপুর বালের
ঝাকাস বীরু

লাভ নেই, সেক্স নেই
ধোকা নেই, ছ্যাঁকা নেই
তবুও যা কিছু আছে
পুটকি তা নিয়ে বাঁচে।
ছিলাম আছে, ফোঁকা আছে
প্ল্যাস্টিক শোঁকা আছে,
কেউটের খোকা আছে
যমরাজ কাকা আছে।

পুটকি ভাই একটু ব্রেক দে
মদ দিস না, মিল্কশেক দে,
এই পুটকি ভাই একটু ব্রেক নে
মদ নিস না, মিল্কশেক নে।

বডি আমার শুকিয়ে গেছে কাঠি চেহারা
পালকি চড়ে শ্মশান যাবো ডাকো বেহারা।
হু হুম না, হু হুম না ..

চুকিয়ে দেবো হিসেব নিকেশ জীবনের খাতায়
ল্যাংটো হয়ে নাচতে নাচতে জ্বলবো যে চিতায়।
রাম নাম সত্য হে, রাম নাম সত্য হে

এই পুটকি ভাই তুই পুড়ে যা
স্বর্গের পরী হয়ে উড়ে যা,
এই পুটকি ভাই, টাটা বাই বাই
প্ল্যানচেটে মাঝে মাঝে আসা চাই।
এই পুটকি ভাই তুই হেভেনে
কিভাবে মজা করবি ভেবে নে,
এই পুটকি ভাই একটু নেচে নে
গন্ধ জাঙ্গিয়া টা কেচে নে।

এই সাবান ভাই একটু ডান্স মার
একটু কুঁচকি ঘষে ফ্যানা ঝাড়,
এই পুটকি ভাই একটু রাম দে
একটু ঘাড় ফাড় টিপে আরাম দে।
এই পুটকি ভাই একটু চিল মার
বাবুদের মৌচাকে ঢিল মার,
এই পুটকি ভাই একটু রোল কর
একটা দামড়া খাসির ঝোল কর।

এই পুটকি ভাই, একটু রোল কর
লইট্টা মাছের ঝোল কর,
এই পুটকি ভাই, পুটকি ভাই।

Putki Vai Lyrics By Arob Dey & Indraneel Chatterjee

Gaja amar valobasa
Gaja amar ghor
Bukher majhe volebaba
Baki sob por
Vrom vrom vrom Vrom vrom vrom

Peter vetor khide ache
Chokh ache lal
Mathar vetore

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button