Ei Mon Tomake Dilam Lyrics (এই মন তোমাকে দিলাম) By Mahtim Shakib

Ei Mon Tomake Dilam Lyrics (এই মন তোমাকে দিলাম) By Mahtim Shakib
এই মন তোমাকে দিলাম – Ei Mon Tomake Dilam Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib. Music Composed by Anwar Parvez. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ei Mon Tomake Dilam – এই মন তোমাকে দিলাম
Singer: Mahtim Shakib
Lyricist: Gazi Mazharul Anwar
Tune: Anwar Parvez
Label: Anupam
Orginal Music Lyrics – Click Here
এই মন তোমাকে দিলাম লিরিক্সঃ
হুম বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি
আমি মিনতি করে গেলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম (২ বার)
হুমম…
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এ জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব
তুমি ভুলো না আমারই নাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম
এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম
Ei Mon Tomake Dilam Lyrics By Mahtim Shakib
Hmm Bokul er mala sukabe
Rekhe debo tar suravi
Din Giye Raate lukabe
Mucho na ko amari chobi
Ami minoti kore gelam
Tumi chokher araal hou
Kache kiba dure rou
Mone rekho amio chilam
Ei mon tomake dilam
Ei prem tomake dilam (2)