Bengali Lyrics

Pashani Konna Lyrics (পাষাণী কন্যা) By Riad Ahsan

Pashani Konna Lyrics

Pashani Konna Lyrics (পাষাণী কন্যা) By Riad Ahsan

পাষাণী কন্যা – Pasani Konna Bangla Song Lyrics. This song Singing by Riad Ahsan. Music Composed by Anim Khan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samsul Official Music youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Pasani Konna – পাষাণী কন্যা
Singer : Riad Ahsan
Lyrics : Asif Ahmed
Tune : Riad Ahsan
Music & Mix Master : Anim Khan
Label : Samsul Official

পাষাণী কন্যা লিরিক্সঃ

বুকে জ্বলে কষ্টের অনোল
চোখে ঝরে জল
কন্যা তোরে ভালোবেসে
হয়েছি পাগল (২ বার)

ও পাষানী কন্যা রে তুই
আমায় বুঝলি না
তোরে এতো ভালোবাসলাম
তবু করলি ছলনা

আমি তোর জন্য মরতে রাজি
তুইতো বুঝলিনা
তোরে দিলাম আমার সারা জাহান
তুই তো নিলি না

ও পাষানী কন্যা রে তুই
আমায় বুঝলি না
তোরে এতো ভালোবাসলাম
তবু করলি ছলনা

কষ্টের দাবানলে পড়ছি
আমি তোরি জন্য
কন্যারে তোর ভালোবাসায়
আজ আমি ধন্য

ভালোবাসার মূল্য দিলি
দিলি যাতনা
ওরে নিজের স্বার্থ ঠিকি বুঝলি
আমায় বুঝলি না

আমি তোর জন্য মরতে রাজি
তুইতো বুঝলিনা
তোরে দিলাম আমার সারা জাহান
তুই তো নিলি না

ও পাষানী কন্যা রে তুই
আমায় বুঝলি না
তোরে এতো ভালোবাসলাম
তবু করলি ছলনা

তুই ছাড়া এই জীবনে
কে আছে আপন
মনটা আমার ভাঙা লাগি
কত আয়োজন

মন পিঞ্জিরায় পোইষা রাখছি
তোরে যতনে
জ্যান্ত লাশ কইরা মরলি
সাদা কাফনে

আমি তোর জন্য মরতে রাজি
তুইতো বুঝলিনা
তোরে দিলাম আমার সারা জাহান
তুই তো নিলি না

ও পাষানী কন্যা রে তুই
আমায় বুঝলি না
তোরে এতো ভালোবাসলাম
তবু করলি ছলনা

বুকে জ্বলে কষ্টের অনোল
চোখে ঝরে জল
কন্যা তোরে ভালোবেসে
হয়েছি পাগল (২ বার)

ও পাষানী কন্যা রে তুই
আমায় বুঝলি না
তোরে এতো ভালোবাসলাম
তবু করলি ছলনা

আমি তোর জন্য মরতে রাজি
তুইতো বুঝলিনা
তোরে দিলাম আমার সারা জাহান
তুই তো নিলি না

ও পাষানী কন্যা রে তুই
আমায় বুঝলি না
তোরে এতো ভালোবাসলাম
তবু করলি ছলনা

Pashani Konna Lyrics By Riad Ahsan

Buke jole koster onol
Chokhe jhore jol
Konna tore valobese
Hoyechi pagol
O pashani konna re tui
Amay bujli na
Tore ato valobaslam
Tobu korli cholona
Ami tor jonno morte raji
Tuito bujli na
Tore dilam amar sara jahan
Tui to nili na

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button