Mon Jane Tui Lyrics (মন জানে তুই) By Imran & Kona | Bappy & Mim

Mon Jane Tui Lyrics (মন জানে তুই) By Imran, Kona | Bappy, Mim
মন জানে তুই – Mon Jane Tui Bangla Song Lyrics. This song Singing by Imran Mahmudul & Kona. Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. Because It’s basically a love song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “BongoBD” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song Name: Mon Jane Tui – মন জানে তুই
Singer: Imran &Kona
Music Director: Imran
Lyricist: Faisal Rabbikin
Label: BongoBD
মন জানে তুই লিরিক্স – ইমরান, কনা
মন জানে তুই ছাড়া কি একা লাগে,
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে (২ বার)
তোরই ইশারায় , আজকাল মন হারায়
এমন তো হয়নি আগে
মন জানে তুই ছাড়া কি একা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
হো… মন জানে তুই ছাড়া কি একা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
মন জানে কতখানি
চেয়েছি তোকে আমি
জীবনে তুই যে আমার
সব চেয়ে বেশি দামী
ঠিকানা তোর, আমার হলো
রাত শেষে যে সকাল এলো
স্বপ্ন গুলো সবই সত্যি যে হলো…
ভালোবাসি এই কথা কি বলা লাগে
বুকটা জুড়ে তুই যে শুধু শত ভাগে
মন জানে তুই ছাড়া কি একা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
তোর কাছে যত আসি
স্বাদ তবু যে মেটে না
এতোটা ভালোবাসি
মন যে তবু ভরে না
কেন যে হয়, এমন প্রনয়
মন সারাক্ষণ তোর কথা কয়
তোরই ভাবনাতে কাটে সময়…
দূরে গেলে এই মনেতে ব্যথা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
মন জানে তুই ছাড়া কি একা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
তোরই ইশারায় , আজকাল মন হারায়
এমন তো হয়নি আগে
মন জানে তুই ছাড়া কি একা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
হো… মন জানে তুই ছাড়া কি একা লাগে
কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে
Mon Jane Tui Lyrics By Imran, Kona
Mon Jane tui sara eka lage
Kase ele hridoye prem jage
Tori-e esaray ajkal mon haray
Amoni to hoyni age
Mon Jane tui sara eka lage,
Kase ele hridoye prem jage
Ho… Mon Jane tui sara eka lage,
Kase ele hridoye prem jage
Mon jane kotokhani
Cheyesi toke ami
Jibone tui je amar
Sob Cheye besi dami
Thikana Tor amar holo
Rat sese je sokal elo
Sopno gulo sobi-e sotti je holo