Mon Jane Lyrics (মন জানে) By Shaan & June Banerjee

Mon Jane Lyrics (মন জানে) By Shaan & June Banerjee
মন জানে – Mon Jane Bangla Song Lyrics. This song Singing by Shaan & June Banerjee. Music Composed by Jeet Gannguli. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Mon Jane – মন জানে
Movie Name : Poran Jai Joliya Re
Music Director : Jeet Gannguli
Singers : Shaan & June Banerjee
Lyricist : Gautam Sushmit
Music Label : SVF Music
মন জানে লিরিক্সঃ
তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে
তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে
মন তোমাকে চাই স্বপ্ন শয়নে
তোমাকে সাথে নিয়ে একা পথে চলা
দু চোখে রেখে কত লুকোচুরি খেলা
না বলা কথা গুলো মনে মনে বলা তোমায়..
তোমায়.. তোমায়…
মন জানে জানে জানে
শুধু এ মন জানে জানে জানে
শুধু এ মন জানে জানে জানে
কি যে চাই (২ বার)
তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে
তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে
মন তোমাকে চাই স্বপ্ন শয়নে
তোমার ও চোখে দেখেছি জীবন
দেখেছি আমার মরণ
হোকনা মরণ তবুও জানি
এই তো আমার জীবন (২ বার)
মন জানে জানে জানে
শুধু এ মন জানে জানে জানে
শুধু এ মন জানে জানে জানে
কি যে চাই (২ বার)
মনেতে আশা আঁধারে দিশা
দেয় যে ভালোবাসা
সেই চাওয়াতে মন হারাতে
তোমারি কাছে আসা (২ বার)
মন জানে জানে জানে
শুধু এ মন জানে জানে জানে
শুধু এ মন জানে জানে জানে
কি যে চাই (২ বার)
তুমি আমার সাথী ঘুম ভাঙা ভোরে
তুমি আমার সাথী ব্যস্ত দুপুরে
মন তোমাকে চাই স্বপ্ন শয়নে
তোমাকে সাথে নিয়ে একা পথে চলা
দু চোখে রেখে কত লুকোচুরি খেলা
না বলা কথা গুলো মনে মনে বলা তোমায়
Mon Jane Lyrics By Shaan & June Banerjee
Tumi amar sathi ghum vanga vore
Tumi amar sathi besto dupure
Mon tomake chai sopno shoyone
Tomake sathe niye eka pothe chola
Du-chokhe rekhe koto lukochori khela
Na bola kotha gulo mone mone bola tomay
Mon jane jane jane
Shudhu a mon jane jane jane