Kanna Bojhar Lok Lyrics (কান্না বোঝার লোক) By Akash Mahmud

Kanna Bojhar Lok Lyrics (কান্না বোঝার লোক) By Akash Mahmud
কান্না বোঝার লোক – Kanna Bojhar Lok Bangla Song Lyrics. This song Singing by Akash Mahmud. Music Composed by Akash Mahmud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “TR MUSIC STATION” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Kanna Bojhar Lok – কান্না বোঝার লোক
Singer: Akash Mahmud
Lyrics: Ashique Mahmud
Music & Tune: Akash Mahmud
Label: TR MUSIC STATION
কান্না বোঝার লোক লিরিক্সঃ
কাছের মানুষ,পাশের মানুষ
হয়তো অনেকেই
বোবা ভাষা সবাই বোঝে না
চোখে হাসা,মুখের ভাষা
বোঝে অনেকেই
সব বুকেতে ভরসা আসেনা
তুমি আমার কান্না বোঝার লোক
তোমায় ছাড়া কান্না আসেনা
আমায় যত কষ্ট দেওয়া হোক
তোমায় ছাড়া চোখটা ভাসেনা (২ বার)
মনের ওলিগলি রং তুলি চোরাবালি
ছায়া হয়ে থেকো চারিপাশ
জানি তুমি ছিলে আবারো খুঁজে নিলে
এ মনেতে তোমারি আবাস
তুমি আমার দুঃখ ভোলার লোক
তোমায় পেলে দুঃখ থাকে না
মনটা আমার যতই খারাপ হোক
তুমি কাছে এলেই সান্তনা
তুমি আমার কান্না বোঝার লোক
তোমায় ছাড়া কান্না আসেনা
আমায় যতই কষ্ট দেওয়া হোক
তোমায় ছাড়া চোখটা ভাসেনা
আশা ভালোবাসা সে তো বড় ধোঁয়াশা
আমি এত কিছু তো চাইনা
মানে অভিমানে আর আলো কি আধারে
সাথী তুমি সুখে বেদনার
তুমি আমার একলা পথের বাঁক
তোমায় ছাড়া পথ খুঁজে পাইনা
তোমায় নিয়েই স্বপ্ন পূরণ হোক
তোমায় ছাড়া স্বপ্ন দেখিনা
তুমি আমার কান্না বোঝার লোক
তোমায় ছাড়া কান্না আসেনা
আমায় যত কষ্ট দেওয়া হোক
তোমায় ছাড়া চোখটা ভাসেনা
Kanna Bojhar Lok Lyrics By Akash Mahmud
Kacher manush paser manush
Hoyto anekei
Boba bhasa sobai bojhe na
Cokhe hasa mukher bhasa
Bojhe anekei
Sob bukete bhorsa asena
Tumi amar kanna bojhar lok
Tomay chara kanna asena
Amay joto kosto deoya hok
Tomay chara cokta bhasena
Moner oligoli rang tuli corabali
Chaya hoye thako caripas
Jani tumi chile abaro khuje nile
E monete tomari abas
Tumi amar dukho bholar lok
Tomay pele duhkho thake na
Monta amar jotai karap hok
Tumi kache elei santona
Tumi amar kanna bojhar lok
Tomay chara kanna asena