Mon Ronger Achor Lyrics (মন রঙের আঁচড়) By Tahsin Ahmed

Mon Ronger Achor Lyrics (মন রঙের আঁচড়) By Tahsin | Apurba | Mithila
মন রঙের আঁচড় – Mon Ronger Achor Bangla Song Lyrics. This song Singing by Tahsin Ahmed. Music Composed by Redwan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Mon Ronger Achor – মন রঙের আঁচড়
Singer : Tahsin Ahmed
Lyric : Anwar Hossain Ador
Tune : Tahsin Ahmed
Music : Redwan
Telefilm : Batch 27
Cast : Mithila & Apurba
Label : Cd Choice
মন রঙের আঁচড় লিরিক্স – তাহসিন । অপূর্ব । মিথিলা
বয়ে যায়.. সময় একেলা দূরে
থেমে যাই ভেবে তোমায়
রয়ে যায়.. মন রঙের সেই আঁচড়ে
তোমারই নাম লেখায়
দখিনে সে হাওয়ায় , বলে মন জানালায়
নাম না জানা কোন পর্দা পোড়া মায়ায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো.. তোমার থেকে (২ বার)
থেকে যাও এই আবেগে
হৃদয় অগোছালোয়
কিছু লিখুক অকারন
ভেজা মেঘ , বালু স্রোতে
রাত্রি শিশির কালোয়
খুঁজুক ভোরের মন
আর আমার চোখে
ঘুম নামের কল্পনায়
তবে নেমে আসুক
কোন নতুন বোনা কথায়
তোমার মনের ঐ পথে
নেবে কি আমায় ডেকে
নরম রোদ আলো ছুঁয়ে
ছায়া হবো.. তোমার থেকে (২ বার)
Mon Ronger Achor Lyrics By Tahsin | Apurba | Mithila
Boye jaay shomoy ekela dure
Theme jai bhebe tomay
Dokhina she haowa
Bole mon janalay
Naam na jana porda ura
Maaya
Tomar moner oi pothe
Nebe ki amay deke
Norom rodh alo chuye
Chaya hobo tumar theke
Tomar moner oi pothe
Nebe ki amay deke
Norom rodh alo chuye
Chaya hobo tomar theke (2)