Abdar Lyrics (আবদার) By Imran Mahmudul & Porshi

Abdar Lyrics (আবদার) By Imran & Porshi
আবদার – Abdar Bangla Song Lyrics. This song Singing by Imran & Porshi. Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Abdar – আবদার
Singer : Imran Mahmudul & Sabrina Porshi
Lyric : Robiul Islam Jibon
Tune & Music : Imran Mahmudul
Album : Abdar
Label : Cd Choice
আবদার রিলিক্স – ইমরান ও পর্শী
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার (২ বার)
তোর চোখের ইশারাতে
চাই হারাতে আবার..
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার
স্বপ্ন হয়ে ছুঁয়ে আছিস চোখেরই তারায়
মনটা পড়ে থাকে শুধু তোরই পাড়ায় (২ বার)
তোর প্রেমে ডুবে ডুবে আমি একাকার
যদি চাস দিতে পারি সবকিছু ছাড়
তোর সাথে আজ হারাতে নেই
কোনো বাধা আর
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার
তোর চোখের ইশারাতে চাই
হারাতে আবার..
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার
গল্প লিখি তোকে নিয়ে হৃদয়ে যখন
বড় সুখী লাগে আমার নিজেকে তখন (২ বার)
তুই ছাড়া পথ নেই তো পা বাড়াবার
তুই যে আলো আশা বেঁচে থাকবার
এ আমার সবকিছুর শুধু তুই দাবিদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার
তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার
তুই ছাড়া কেউ বোঝেনা
এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ
আমি বারবার
Abdar Lyrics In Banglish
Tui chara keu bojhena
Ei moner abdar
Taito chute ashi roj
Ami barbar
Tor chokher isharate
Chai harate abar
Shopno hoye chunye achis Chokheri taray
Monta pore thake shudhu Tori paray
Tor preme dubey dubey Ami ekakar
Jodi chas ditey pari Sobkichu char
Tor sathe aaj harate Nei kono badha aar
Taitoh chhute asi roj Ami barbar