Ahoto Swabhumi Lyrics (আহত স্বভূমি) By Rishi Panda

Ahoto Swabhumi Lyrics (আহত স্বভূমি) By Rishi Panda
আহত স্বভূমি – Pagli Tor Pagla Koi Bangla Song Lyrics. This song Singing by Rishi Panda. Music Composed by Rishi Panda. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Rishi Panda” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ahoto Swabhumi – আহত স্বভূমি
Vocal, Music, Mix, Master : Rishi Panda
Lyrics : Shreyam Acharya
Illustration & Animation : Rishi Panda
আহত স্বভূমি লিরিক্সঃ
আগুনে ফাগুনে জ্বলে পুড়ছে দিন
চিঠিতে ফুটেছে কত অঙ্গীকার
অগোছালো নিভু আলো ছন্দহীন
কবিতা ফিরিয়েছে সে প্রতিবার
জ্বলে বাঁচে মাঝি, নিপাত যেতে রাজি
বৃথা এ জীবন বিনা কলকল্লোলে
তবু ভাবি মনে লেনিন-এ বা লালনে
শান্তি কোথায় মেলে কোন সে আঁচলে
হতে পারো যদি, বরফ গলা নদী
পাথরেই সুখ লোকায়
আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে
নীরবের গান শোনায়
মাটিতে গভীর হলো প্রেম শিকড়
বিপ্লব গুলিতে না চুম্বনে
সরকার লেখে কত মাথার দর
লড়াই স্বার্থ খোঁজে যৌবনে
জেহাদের দাবি, সবই কি মায়াবী
অন্ধ কে শুধু দিয়েছে অন্ধকার
পিছুটানে তুমি, আহত স্বভূমি
আর্তনাদে কড়া নাড়ে রুদ্ধদ্বার
জোনাকি যে মরে, জন্মান্তরে
আলো জ্বেলে প্রেম চেনায়
স্তব্ধ বাতাসে, নীরব পাতা সে
শ্বাস চলে ধার দেনায়
ছুটে চলে এ সময়
দুঃসাহসের ভয়, থামতে হয়..
সবই ছিল তবে ভুল
ট্রিগার ছুঁয়েছে আঙুল
আর নিলো গিলে
মৃত্যুমিছিল লাল রং..
হতে পারো যদি, বরফ গলা নদী
পাথরেই সুখ লোকায়
আচমকা জেহাদে, বৃষ্টিতে সে কাঁদে
নীরবের গান শোনায়
Ahoto Swabhumi Lyrics By Rishi Panda
Agune fagune jwole purche din
Chithite futeche koto ongikar
Ogochalo nibhu aalo chondoheen
Kobita firiyeche se protibar
Hote paro jodi borof gola nodi
Pathorei sukh lokay
Achomka jehade bristite se kande
Nirober gaan shonay