Naam Ki Tomar Lyrics (নাম কি তোমার) By Nancy & Kazi Shuvo

Naam Ki Tomar Lyrics (নাম কি তোমার) By Nancy & Kazi Shuvo
নাম কি তোমার – Naam Ki Tomar Bangla Song Lyrics. This song Singing by Nancy & Kazi Shuvo. Music Composed by MMP Rony. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Naam Ki Tomar – নাম কি তোমার
Singers : Nancy & Kazi Shuvo
Lyrics: Snahashish Ghosh
Tune: Milon
Music: MMP Rony
Label: Sangeeta
নাম কি তোমার লিরিক্সঃ
নামটা তোমার জানা কি যাবে
ঠিকানাটা পাওয়া কি যাবে (২ বার)
নামটা না হয় আমার
ডাকো তুমি তোমার
নিজের মত করে
ডাকবে যে নামে আমায়
সারাটি জীবন ধরে
ও নামটা তোমার জানা কি যাবে
ঠিকানাটা পাওয়া কি যাবে
কেড়ে নিয়েছো মন
তুমি প্রথম দেখায়
পরিচয় না জানলে
খুজঁব তোমায় কোথায়
ছুয়েঁছ এই মন
প্রথম দেখায় যখন
পেয়ে যাবে পরিচয়
ভেবো না এত এখন
ও নামটা তোমার জানা কি যাবে
ঠিকানাটা পাওয়া কি যাবে
নিজের দেয়া নামে
আগে ডাকো আমায়
পরিচয় পরে না হয়
দেয়া যাবে তোমায়
পড়েছি বেকায়দায়
কি আর করা যায়
আজ থেকে পরী বলে
ডাকবো যে তোমায়
ও নামটা আমার
এখন বলা যাবে
ঠিকানাটা এখন দেয়া যাবে
নামটা আমার
এখন বলা যাবে
ঠিকানাটা এখন
দেয়া যাবে
লা-লা লা-লা…
Naam Ki Tomar Lyrics By Nancy & Kazi Shuvo
Name ta tomar jana ki jabe
Thikanata paowa ki jabe
Namta na hoy amar
Dako tumi tomar
Nijer moto kore
Dakbe je name amay
Sarati jibon dhore
Kere niyecho mon
Tumi Prothom dekhay
Porichoy na janle
Khujbo tomay kothay
Chuyecho ei mon
Prothom dekhay jokhon
Peye jabe porichoy
Vebo na ato ekhon