Bhalobashena Lyrics (ভালোবাসে না) By Rumi | Prince Mahmud

Bhalobashena Lyrics (ভালোবাসে না) By Rumi | Prince Mahmud
ভালোবাসে না – Bhalobashena Bangla Song Lyrics. This song Singing by Rumi. Music Composed by Prince Mahmud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Bhalobashena – ভালোবাসে না
Singer : Rumi
Lyric, Tune & Composition : Prince Mahmud
Album : Nirbachita
Label : Agniveena
ভালোবাসে না লিরিক্সঃ
জোনাকি গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিস
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ও জোনাক গেয়ো না পোড়া শিস দিও না
বিরহ আমার ভালো লাগে
ও চাঁদ উঠো না ফুলগো ফুটো না
ভালোবাসিতে স্বাধ জাগে
নিজ ভুমে পরবাসী একা কারে ভালোবাসি
তাতে তার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
জোনাকি গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিস
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
আয় ঘুম আয় আয়
চোখের ভেজা পাতায়
লুকায় লুকায় থাকিস না
লক্ষ্মীছাড়া ঘুম কপালে দিয়ে যা চুম
সংবাদ আমার রাখিস না
এ ব্যথা কি দিন আশা
এমনই তো হওয়ার ভাষা
আমি ভাসি মেঘবতী ভাসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
জোনাকি গায় ফিসফিস
হাওয়া দিয়ে যায় শিস
তাতে আমার কিছু যায় আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না
ওঠে আনন্দ চাঁদ গলায় গলায় গান
শুধু আমার গলায় সুর আসে না
সে যে এখন আমায় ভালোবাসে না (৪ বার)
Bhalobashena Lyrics By Rumi
Jonaki gay fisfis
Haowa diye jay shis
Tate anar kichu jay ase na
Se je ekhon amay valobashe na
Othe anondo chad golay golay gan
Shudhu amar golay sur ase na
Se je ekhon amay valobashe na
O jonak geyo na pora shis diyo na
Biroho amar valo lage
O chad utho na fulgo fute na
Valobashite sadh jage
Nij vume porobasi eka kare valobashi
Tate tar kichu jay ase na