Tomake Jeno Vule Jai Lyrics (তোমাকে যেন ভুলে যাই) By Asif Akbar

Tomake Jeno Vule Jai Lyrics (তোমাকে যেন ভুলে যাই) By Asif Akbar
তোমাকে যেন ভুলে যাই – Tomake Jeno Vule Jai Bangla Song Lyrics. This song Singing by Asif Akbar. Music Composed by Tarun Munshi. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Dhruba Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Tomake Jeno Vule Jai – তোমাকে যেন ভুলে যাই
Singer: Asif Akbar
Lyrics, Tune & Music: Tarun Munshi
Drums & Programming : Roman
Label: Dhruba Music Station
তোমাকে যেন ভুলে যাই লিরিক্সঃ
তোমাকে যেন ভুলে যাই
এই মিনতি প্রতিদিন
আমাকে কুড়ে কুড়ে খায়
দিন গিয়ে বারে শুধু ঋণ
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
নশ্বর এ দেহে তুমি ছিলে প্রাণ
ভালো বেসে এ জীবন
তোমারই দান (২ বার)
তবু তুমি অভিমানে
জলে ভেজা দুই নয়নে
হয়েছো অন্য কারো স্বপ্ন রঙিন…
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
বিস্ময় এ হৃদয়ে বেঁধেছে বাসা
কি ছিলো আমার চাওয়া
কি ছিল আশা (২ বার)
যত দূরে যাও তুমি
ভালোবেসে এই আমি
জেনে রেখো হয়েছি
তোমারই অধীন
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
তোমাকে যেন ভুলে যাই
এই মিনতি প্রতিদিন
আমাকে কুড়ে কুড়ে খায়
দিন গিয়ে বারে শুধু ঋণ
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
তুমি ফিরে এলেনা বলে
জীবনটা হলো গতিহীন
Tomake Jeno Vule Jai Lyrics By Asif Akbar
Tomake jeno vule jai
Ai minoti protidin
Amake kure kure khay
Din giye bare shudhu rin
Tumi fire elena bole
Jibonta holo gotihin
Tumi fire alena bole