Ami Pagol Diwana Hoyechi Lyrics (আমি পাগল দিওয়ানা হয়েছি) By Sharmin

Ami Pagol Diwana Hoyechi Lyrics (আমি পাগল দিওয়ানা হয়েছি ) By Sharmin
আমি পাগল দিওয়ানা হয়েছি – Ami Pagol Diwana Hoyechi Bangla Song Lyrics. This song Singing by Sharmin. Music Composed by Sujon. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Radio Biponi” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ami Pagol Diwana Hoyechi – আমি পাগল দিওয়ানা হয়েছি
Singer : Sharmin
Album : Kadite Parina Murshid
Lyric : Sujon
Music : Sujon
Production By Radio Biponi
আমি পাগল দিওয়ানা হয়েছি লিরিক্সঃ
আমি পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি
দেহ মনো প্রাণ সপে দিয়েছি
দেহ মনো প্রাণ সপে দিয়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (২ বার)
ওগো মুরশিদ বাবাজান
গাইছি বাবা তোর নামের গান (২ বার)
তোমারি নামের মালা গলে পড়েছি
তোমার নামের মালা গলে পড়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (২ বার)
ঘর বাড়ি দিয়াছি ছারি
আমি তোমার আসাই করি
ঘর বাড়ি দিয়াছি ছারি
তোমার আসাই করি
তোমারি লাগি পাগল হয়েছি
তোমারি লাগি পাগল হয়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (২ বার)
তুমি হইয়ো আমারি আমি হবো তোমারি
তুমি হইয়ো আমারি আমি হবো তোমারি
তোমারি নামের মালা গলে পড়েছি
তোমার নামে দিয়াওনা হয়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (২ বার)
সুজনে চাহে তোমারে
রইবো তোমার চরণে ধরে
সুজনে চাহে তোমারে
রইবো তোমার চরণে ধরে
কুলো মানের বই ছেড়ে দিয়েছি
কুলো মানের বই ছেড়ে দিয়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (২ বার)
ওগো মুরশিদ বাবাজান
গাইছি বাবা তোর নামের গান (২ বার)
তোমারি নামের মালা গলে পড়েছি
তোমার নামের মালা গলে পড়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (২ বার)
দেহ মনো প্রাণ সপে দিয়েছি
দেহ মনো প্রাণ সপে দিয়েছি
পাগল দিয়াওনা হয়েছি
জপে মুরশিদেরই প্রেমে পড়েছি (৪ বার)
Ami Pagol Diwana Hoyechi Lyrics By Sharmin
Ami pagol dewaona hoyechi
Jope murshider preme porechi
Deho mono pran sope diyechi
Ogo mushid babajan
Gaichi baba tor namer gan
Tomari namer mala gole porechi