Ami Sei Shuto Lyrics (আমি সেই সুতো) By Tahsan | Uddeshsho Nei

Ami Sei Shuto Lyrics (আমি সেই সুতো) By Tahsan | Uddeshsho Nei
আমি সেই সুতো – Ami Sei Shuto Bangla Song Lyrics. This song Singing by Tahsan. Music Composed by Tahsan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ami Sei Shuto – আমি সেই সুতো
Singer : Tahsan
Lyric, Tune & Music : Tahsan
Album : Uddeshsho Nei
Language : Bangla
Label : G Series
আমি সেই সুতো লিরিক্সঃ
আমি সেই সুতো হব
যে তোমায় আলোকিত করে-
নিজে জ্বলে যাব !
আমি সেই নৌকো হব
যে তোমায় পার করে-
নিজেই ডুবে যাব !
হব সেই চোখ
যে তোমায় দেখেই- বুঝে যাব
হব সেই সূর
যে তোমায় মাতিয়ে-করুণ হব !
হব সেই চাঁদ
যে হয়ে গেলে রাত-
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলে আবার
ফুরিয়ে যাব- শুধু ভালোবেস আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টিি
আনব রংধনু
শুধু আপন থেক- ভালবেস
ভালবেস আমায়
করে প্রমাণ মহৎ তোমায়
হয়ে যাব আমি নগণ্য
এ অপরাধে হলে আমি অপরাধী
ভেবে নেব- এ-টাই পূন্য
আমি সেই সুতো হব
যে তোমায় আলোকিত করে-
নিজে জ্বলে যাব !
আমি সেই নৌকো হব
যে তোমায় পার করে- নিজেই ডুবে যাব !
হব সেই চোখ
যে তোমায় দেখেই- বুঝে যাব
হব সেই সূর
যে তোমায় মাতিয়ে- করুণ হব !
হব সেই চাঁদ
যে হয়ে গেলে রাত-
তোমায় আলো দেবে
দিন ফিরে এলে আবার
ফুরিয়ে যাব-
শুধু ভালোবেস আমায়
ঝরিয়ে আমার চোখের বৃষ্টিি
আনব রংধনু
শুধু আপন থেক- ভালবেস
ভালবেস আমায়
Ami Sei Shuto Lyrics By Tahsan
Ami Sei Shuto Hobo
Ze Tumake alokito kore
nije jole zabo
Ami shei nouko hobo ,
Ze tumai par kore
nijei dube Jabo
Hobo sei cokh
ze tomay dekhei bujhe zabo
Hobo sei shur
ze tmay matiye korun hobo
Hobo sei chad ze hoye gelo raat
Tomake alo debe
Din Fire eliye abar furiye zabo
Shudhu valobesho amay (2)
Jhoriye amar cokher bristy
anbo rongdhonu hoye
Shudhu apon theko valobesho,,
valobesho
kore mohot tumai , Hoye jabo
Ami nogonno
A oporadhe hoye ami oporadhi
Vebe nino eita punno
Ami shei shuto hobo
Ze tomay alokito kore nije jole zabo