Bengali Lyrics

Ami Thakbona Lyrics (আমি থাকবো না) By Mahtim Shakib

Ami Thakbona Lyrics

Ami Thakbona Lyrics (আমি থাকবো না) By Mahtim Shakib

আমি থাকবো না – Ami Thakbona Bangla Song Lyrics. This song Singing by Mahtim Shakib. Music Composed by Amzad Hossain. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Dhruba Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Ami Thakbona – আমি থাকবো না
Singer: Mahtim Shakib
Lyric: Mahi Flora
Tune & Music: Amzad Hossain
Label: Dhruba Music Station

আমি থাকবো না লিরিক্সঃ

এই পৃথিবীর মায়ায়
ছুঁয়ে থাকা রোদ্দুর
এমন আপন করে
তোমাকে পাবো না (২ বার)

দৃষ্টির সীমানায়
পেরিয়ে বহুদূর
জানি আমার আর
ফেরা হবে না

কোথাও থাকবো না
হয়তো জীবন এটাই
ফিরে আসবো না
ঘুড়ি শূণ্য লাটাই
কোথাও থাকবো না
আমি থাকবো না

এ কেমন আয়োজন
জীবন জটিল ধাঁধায়
তোমার কান্না মুখ
বাঁচতে পারেনি আমায় (২ বার)

ঝাপসা প্রহর
কিছু অন্য ভোর
ভোর দেখবো না
হয়তো জীবন এটাই
তুমি কেঁদোনা
ঘুড়ি শূণ্য লাটাই
তুমি কেঁদোনা
আমি থাকবো না

তোমাকে পাবোনা
তুমি না পাওয়া আপন
সাগরে মাতাল ঢেউ
জোছনা যাপন (২ বার)

হাতে রাখা হাত
কিছু অনেক রাত
জোসনা দেখবো না
হয়তো জীবন এটাই
আমায় ডেকো না
ঘুড়ি শূণ্য লাটাই

কোথাও থাকবো না
হয়তো জীবন এটাই
ফিরে আসবো না
ঘুড়ি শূণ্য লাটাই

কোথাও থাকবোনা
আমি থাকবো না
কোথাও থাকবোনা
আমি থাকবো না

Ami Thakbona Lyrics By Mahtim Shakib

Ei prithibir mayay
Chunye thaka roddur
Emon apon kore
Tomake pabo na.
Dristir simanay
Periye bohudur
Jani amar arr
Phera hobe na
Kothao thakbo na
Hoytoh jibon etai
Phire asbo na
Ghuri shunyo latai
Kothao thakbo na
Ami thakbo na

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button