Valobashar Golpo Lyrics (ভালোবাসার গল্প) By Samz Vai

Valobashar Golpo Lyrics (ভালোবাসার গল্প) By Samz Vai
ভালোবাসার গল্প – Valobashar Golpo Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Sadat & Team. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sagar & Brothers” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Valobashar Golpo – ভালোবাসার গল্প
Singer & lyrics: Samz vai
Music: Sadat & Team
ভালোবাসার গল্প লিরিক্সঃ
মনেরই মনি কোঠায়
রেখেছি যারে
সে তো বুঝে না আমায়
বুঝাই কি করে
এ হৃদয়ের যত ভালোবাসা
সব তারে দিয়েছি
তারে ভেবে ভেবে আমার ভালোবাসার
গল্প লিখেছি
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে
হৃদয়ে যত ছিল না বলা কথা গুলো
জমা রয়ে গেলো বুকে
আমি কি করিব হায় তুমি বিহনে
আছো কি বড় সুখে
এ মন জানে কত ভালোবেসে ছিলাম তোমাকে
কি ভূলে আমায় তুমি চলে গেলে
বুজাতে পারি না নিজেকে
কিভাবে থাকা যায় তুমি বিহনে
মানে না মন আমার তোমারই কারণে
সে তো আর আসে না ভালো সে তো বাসে না
আর ডাকে না এই আমাকে
মন সে তো মানে না আর তো পারি না
আমি বাঁচি না তারে বিহনে (৩ বার)
Valobashar Golpo Lyrics By Samz Vai
Moneri moni kothay
Rekhchi jare
Se to bujhe na amay
Bujhai ki kore
A hridoyer joto valobasa
Sob tare diyechi
Tare vebe vebe amar valobasar
Golpo likhechi
Se to ar ase na valo se to base na
Ar dake na ai amake
Mon se to mane na ar to pari na
Ami bachi na tare bihone
Hridoye joto silo na bola kotha gulo
Joma roye gelo buke
Ami ki koribo hay tumi bihone
Acho ki boro sukhe