Bengali Lyrics

Barir Kache Arshi Nagar Lyrics (বাড়ির কাছে আরশী নগর) Sahana Bajpaie

Barir Kache Arshi Nagar (বাড়ির কাছে আরশী নগর) Lyrics Sahana Bajpaie

Barir Kache Arshi Nagar Lyrics (বাড়ির কাছে আরশী নগর) By Sahana Bajpaie

বাড়ির কাছে আরশী নগর – Barir Kache Arshi Nagar Bangla Song Lyrics. This song Singing by Parvathy Baul. Music Composed by Samantak Sinha. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Barir Kache Arshi Nagar – বাড়ির কাছে আরশী নগর
Singers: Parvathy Baul
Lyrics: Lalon Shah
Music Composition & Arrangements : Debojyoti Mishra

বাড়ির কাছে আরশী নগর লিরিক্স লালন গীতি বাংলা

আমি একদিনও না দেখিলাম
তারে।বাড়ির কাছে আরশী নগর

সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে,

আমি কেমনে সেথা যাই রে, আমি
একদিনও না দেখিলাম তারে

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,

একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর

ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে

ওসে ক্ষণেক ভাসে নীরে
আমি একদিনও না দেখিলাম তারে

পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো, দূরে
পড়শী যদি আমায় ছুঁতো

যম যাতনা সকল যেতো, দূরে
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে

তবু লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তারে

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না.. দেখিলাম তারে।।

Barir Kache Arshi Nagar Lyrics in Banglish

Ami ekdino na dekhilam taare
Barir kache arshi nagar
Setha porshi bosot kore
Ami Ek Dino na Dekhilam Tare
Geram bere ogadh paani
Nai kinara nai tarani paare
Bancha kori dekhbo taare
Kemne setha jai re ami
Ki bolbo porshir kotha
Hosto podo skondho matha nai re
Khonek thake shunner upor
Khonek vashe nire
Porshi jodi amay chuto
Jom jatona sokol jeto dure
Se aar lalon ekkhane roy
Lokkho jojon fak re tobu

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button