Eka Ami Lyrics (একা আমি) By Shiekh Sadi | Alvee – New Lyrics

Eka Ami Lyrics (একা আমি) By Shiekh Sadi | Alvee
একা আমি – Eka Ami Bangla Song Lyrics. This song Singing by Shiekh Sadi. Music Composed by Alvee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Shiekh Sadi” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Eka Ami – একা আমি
Singer, Lyrics & Tune : Shiekh Sadi
Music : Alvee
Mix & Mastered : Alvee Studios
একা আমি লিরিক্সঃ
সূর্য আজ, রোদে মাখেনি
বৃষ্টি আজ, জলে ভেজেনি
চারিদিকে বিরাজমান স্তব্ধতা
গল্প লিখে যাই মিথ্যে ভাষায়
ছবি এঁকে যাই রং ছাড়ায়
সবটা জুরে একা আমি
অশ্রু ভেজা চোখ দুখানা
কি বলতে চাই তা বুঝি না
চেনা পথে আমি খুব অচেনা
স্বপ্ন দেখা মোর আর হবে না.. না.. না.
স্রষ্টা হয়তো পথ দেখাবে
সব অভিমান মুছে যাবে
কষ্টগুলো হবে পুরনো
মনের খাতায় সব লুকনো
তবু থামবে না এ চোখের জল
সাগরে ডুবেছি পাবো না তল
অশ্রু ভেজা চোখ দুখানা
কি বলতে চাই তা বুঝি না
চেনা পথে আমি খুব অচেনা
স্বপ্ন দেখা মোর আর হবে না.. না.. না.