Bengali Lyrics

Benche Theke Labh Ki Bol Lyrics (বেঁচে থেকে লাভ কি বল) By Arijit Singh

Benche Theke Labh Ki Bol Lyrics

Benche Theke Labh Ki Bol Lyrics (বেঁচে থেকে লাভ কি বল) By Arijit Singh | Rangbaaz

বেঁচে থেকে লাভ কি বল – Benche Theke Labh Ki Bol Bhanga Bangla Song Lyrics. This song Singing by Arijit Singh. Music Composed by Jeet Gannguli. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Surinder Films” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song: Benche Theke Labh Ki Bol – বেঁচে থেকে লাভ কি বল
Film: Rangbaaz
Music: Jeet Gannguli
Singer: Arijit Singh
Lyrics: Prasen
Produced by: Surinder Films

বেঁচে থেকে লাভ কি বল লিরিক্সঃ

বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল মন কোথা কার
জানি স্বপ্ন তার পাতায় কত কি
কত যত্নে দেখেছি আর লিখেছি
যা চলে তুই, ও.. সব ভুলে তুই
যা চলে তুই, ও.. সব ভুলে তুই

বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর
খুঁজেছে জবাব অচল, মন কোথাকার ও ও ..

কেন হয় এমন, মনে নেই তো মন
হাওয়া বড়ই বে-রঙিন
নারে নয় সহজ, পাওয়া তোর মতন
আর কাউকেও কোনোদিন
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেল জল

বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল, মন কোথাকার.. ও..

কি যে বলবো আর, এ দূরত্ব টার
দেখি নেই রে কোনো শেষ
তবু দেখ না তুই, বসে পাশ’টাতেই
গেলি আলোকবর্ষ দেশ
হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম
চোখে শুকিয়ে গেল জল

বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া আর
খুজেছে জবাব অচল মন কোথাকার.. ও..

Benche Theke Labh Ki Bol Lyrics By Arijit Singh

Beche Theke Labh Ki Bol toke chara ar
Khujeche jowab ochol mon kotha kar
Jane swapno tar patay kotoki
koto jotne dekhechi ar likhechi..
Ja chole tui o..ho sob bhule tui
Beche Theke Lav Ki Bol toke chara ar
Keno hoy emon mone nei to mon
Hawa boro berongeen
Nare noy sohoj powa tor moton
ar kauke-o konodin
Hariye gelam furiye elam
chokhe sukiye gelo jol
Benche Theke Labh Ki Bol toke chara ar

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button