Sokhi Lyrics (সখি) By Kamruzzaman Rabbi | Lalon Lohani

Sokhi Lyrics (সখি) By Kamruzzaman Rabbi | Lalon Lohani
সখি – Sokhi Bangla Song Lyrics. This song Singing by Kamruzzaman Rabbi. Music Composed by Nazir Mahamud. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Supti Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Sokhi – সখি
Singer : Kamruzzaman Rabbi
Lyric : Lalon Lohani
Tune & Music : Nazir Mahamud
Label : Supti Music Station
সখি লিরিক্সঃ
সখি শিমুল তুলার বালিশে
ঘুম পাড়াবো আয়
পুবাল হাওয়ার বাতাসে
চুল উড়াবো আয়
কলমি শাকের ডগাতে
ফুল ফুটাবো আয়
আমন ধানের জমিতে
আউষ ফলাবো আয়
আয় আয় আয় রে সখি
আয় আয় আয় রে সখি
আমার সনে আয়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
দুই চোখেতে আষাঢ় শ্রাবন
ভিজবি যদি আয়
বুকের ভিতর কাল বৈশাখী
কালো মেঘের ছায় (২ বার)
আয় আয় আয় রে সখি
আয় আয় আয় রে সখি
আমার সনে আয়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
পথ হারিয়ে পথের খুঁজে
হলাম অসহায়
একলা বেলা কাঁটে আমার
তোরই ভাবনায় (২ বার)
আয় আয় আয় রে সখি
আয় আয় আয় রে সখি
আমার সনে আয়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
সখি শিমুল তুলার বালিশে
ঘুম পাড়াবো আয়
পুবাল হাওয়ার বাতাসে
চুল উড়াবো আয়
কলমি শাকের ডগাতে
ফুল ফুটাবো আয়
আমন ধানের জমিতে
আউষ ফলাবো আয়
আয় আয় আয় রে সখি
আয় আয় আয় রে সখি
আমার সনে আয়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
এলোচুলে সিঁথি কেঁটে
আদর দেব গায়
Sokhi Lyrics By Kamruzzaman Rabbi
Sokhi shimul tular balishe
Ghum porabo ay
Pubal hawar batashe
Chul urabo ay
Kolmi saker dogate
Phul futabo ay
Amon dhaner jomite
Aush folabo ay
Ay ay ayre sokhi
Amar sone ay
Elochule sithi kete
Ador debo gay