Aaj Tomay Niye Suru Holo Lyrics By Sonu Nigam & Sadhana

Aaj Tomay Niye Suru Holo Lyrics (আজ তোমায় নিয়ে শুরু হল) By Sonu Nigam & Sadhana
আজ তোমায় নিয়ে শুরু হল – Aaj Tomay Niye Suru Holo Bangla Song Lyrics. This song Singing by Sonu Nigam & Sadhana Sargam. Music Composed by Jeet Gannguli. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Aaj Tomay Niye Suru Holo – আজ তোমায় নিয়ে শুরু হল
Film: Bandhan
Singer: Sonu Nigam & Sadhana Sargam
Music Director: Jeet Gannguli
Lyricist: Gautam Sushmit
Music Label: SVF Music
আজ তোমায় নিয়ে শুরু হল লিরিক্সঃ
আজ তোমায় নিয়ে শুরু হলো
নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে
স্বপ্ন এখন (২ বার)
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
আজ তোমায় নিয়ে শুরু হলো
নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে
স্বপ্ন এখন
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
তোমার সাথে পথ হারাতে
করবে না আজ কেউ মানা
তুমি আছো সাথি আমার
হোক না সে পথ অজানা (২ বার)
তোমারি ডাকেতে
কাছে আজ আসাতে
হো.. তোমারি ডাকাতে
কাছে আজ আসাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
সারা জীবন থাকবো পাশে
সুখে দুখে এক সাথে
রাখবো আমি আমার এই হাত
চিরদিন তোমার হাতে (২ বার)
তোমার এই ছোঁয়াতে
চাওয়া আর পাওয়াতে
হো ও ও ও তোমার এই ছোঁয়াতে
চাওয়া আর পাওয়াতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
আজ তোমায় নিয়ে শুরু হলো
নতুন জীবন
সবই লাগে যেন দুটি চোখে
স্বপ্ন এখন (২ বার)
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
তোমার ঐ হাসিতে
ও চোখের ভাষাতে
কতো সুখের ছবি আঁকে মন
হলো ধন্য জীবন
ও ও ও হলো ধন্য জীবন
Aaj Tomay Niye Suru Holo Lyrics By Sonu Nigam & Sadhana
Aaj tomay niye suru holo
Notun jibon
Sobi lage jeno duti chokhe
Swopno ekhon
Tomar oi hasite
O chokher bhasate
Koto sukher chhobi anke mon
Holo dhonno jibon
O O O Holo dhonno jibon
Tomar sathe poth harate
Korbena aaj kew mana
Tumi achho sathi amar
Hokna se poth ojana
Tomar ei dakete
Kachhe aaj asate
Koto sukheri chhobi anke mon
Holo dhonno jibon
O O O Holo dhonno jibon