Hridoyer Shimana Lyrics (হৃদয়ের সিমানা) By Imran Mahmudul & Naumi

Hridoyer Shimana Lyrics (হৃদয়ের সিমানা) By IMRAN & NAUMI
হৃদয়ের সিমানা – Hridoyer Shimana Bangla Song Lyrics. This song Singing by Imran & Naumi. Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Hridoyer Shimana – হৃদয়ের সিমানা
Singer : Imran & Naumi
Album : Naumi
Tune & Music : Imran
Lyrics : Rubiul Islam Jibon
Model : Imran & Naumi
হৃদয়ের সিমানা লিরিক্স – ইমরান ও নাউমি
হো.. আমার এই হৃদয় এর সীমানায়
তুমি ছাড়া আর কেহ নাই
জীবনে মরণে সারাক্ষন
শুধু তোমাকেই পাশে চাই
হো..যদি দাও ছুঁয়ে তুমি
এই আমি যেনো পাগল হয়ে যাই
ভালোবাসি আমি শুধু যে তোমায়
তোমারি কাছে এলে সুখ খুঁজে পাই (২বার)
লাগেনা তো ভালো কোনো কিছু আমার
যদি তুমি থাকো দূরে ও তুমি হিনা
এক কি বিরহানলে আমি যায় যেনো পুড়ে (২বার)
হো মনের এই আকাশ সে শুধু
তোমার ই স্বপনো উড়াই
নিশি দিন তোমায় নিয়ে
ভাবনার আরো গভীরে হারায়
ভালোবাসি আমি শুধু যে তোমায়
তোমারি কাছে এলে সুখ খুঁজে পাই (২ বার)
জ্বলেনা তো আলো এ মন এর ই ঘরে
যদি তুমি করো অভিমান ও সব চাওয়া
পাওয়া জুড়ে আছো তুমি সারাটি নোমান (২ বার)
হো মনের এই আকাশ সে শুধু
তোমার ই স্বপনো উড়াই
নিশি দিন তোমায় নিয়ে
ভাবনার আরো গভীরে হারায়
ভালোবাসি আমি শুধু যে তোমায়
তোমারি কাছে এলে সুখ খুঁজে পাই (২ বার)
Hridoyer Shimana Lyrics By Imran Mahmudul & Naumi
Ho….. amar ei hrridoye er simanay
Tumi chre ar keu nai
Jibone morone sarakhon
Shudhu tomakei pashe chai
Ho.. jodi dao chuye tumi
Ei ami jeno pagol hoye jay
Valobasi ami shudhu je tomay
Tomari kache ele sukh khuje pai (2)
Lagena to valo kono kichu amar
Jodi tumi thako dure O tumi hina
Ek ki birhanole ami jeno pure (2)
Ho… moner ei akash se shudhu
Tomar i swpno urai
Nishi din tomay niye
vabonar aro govire haray