Gobhir Joler Fish Lyrics (গভীর জলের ফিশ) By Abhijeet & Akriti kakkad

Gobhir Joler Fish Lyrics (গভীর জলের ফিশ) By Abhijeet & Akriti kakkad
গভীর জলের ফিশ – Gobhir Joler Fish Bangla Song Lyrics. This song Singing by Abhijeet & Akriti kakkad. Music Composed by Savvy. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Eskay Movies” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Gobhir Joler Fish – গভীর জলের ফিশ
Movie : Khoka 420
Singer : Abhijeet & Akriti kakkad
Composer : Savvy
Lyricst : Savvy
গভীর জলের ফিশ লিরিক্সঃ
চান্স পে ডান্স মারে বিচ্ছু এ মন
তোর মন পাড়ার ওই গলি আমার
লীলার বৃন্দাবন (২ বার)
কৃষ্ণটা বড়ই শেয়ানা
ছকবাজ এতো ভালো না
ও আমার নদের নিমাই
ও আমার কলির কানাই
প্রেম জালে ধরা দিল না
গভীর জলের ফিস আমি
গভীর জলের ফিস
পাবলিক তাই নাম দিয়েছে
খোকা চারশো বিশ (২ বার)
একটা আনার দুটো বিমা
কৃষ্ণটা দেয় ধোকা কেন যে বারবার
জ্বলে পুড়ে যায়, মনটা যে হায়
মিচকে হাসিটা দেখে পাজি খোকার
একটা আনার দুটো বিমা
কৃষ্ণটা দেয় ধোকা কেন যে বারবার
জ্বলে পুড়ে যায়, মনটা যে হায়
মিচকে হাসিটা দেখে পাজি খোকার (২ বার)
যতই বলিস সেয়ানা, যতই বলিস দিওয়ানা
দেবে না রে মোকা, চালু চিজ খোকা
প্রেম জালে ধরা দেবে না
গভীর জলের ফিস রে তুই
গভীর জলের ফিস
পাবলিক তাই নাম দিয়েছে
খোকা চারশো বিশ
গভীর জলের ফিস আমি
গভীর জলের ফিস
পাবলিক তাই নাম দিয়েছে
খোকা চারশো বিশ
রঙ্গিলা মন আমার রঙ্গিলা মন
প্রেম খোঁজে এদিক ওদিক সারাটা ক্ষণ
মুছবে ফিদা মিরা রাধা
কৃষ্ণের এই মনটা পাবে কে জানে কোনজন (২ বার)
মনটা খোকার দিওয়ানা
সে পাজি বুঝিয়েও বুঝেনা
কেন সে মনটা নিয়ে
আমার এই মনটা নিয়ে
প্রেম জালে ধরা যায়না
গভীর জলের ফিস আমি
গভীর জলের ফিস
পাবলিক তাই নাম দিয়েছে
খোকা চারশো বিশ (২ বার)
গভীর জলের ফিস রে তুই
গভীর জলের ফিস
পাবলিক তাই নাম দিয়েছে
খোকা চারশো বিশ
Gobhir Joler Fish Lyrics By Abhijeet & Akriti kakkad
Chancepe Dance Mare Bichhu A Mon
Tor Mon Parai Goli Amar
Lilar Brindabon
Krishna Ta Baroi Seyana
Chokh Baje Ar Toh Valo Na
O Amar Noder Nemai
O Amar Kolir Kanai
Prem Jale Dhora Dilo Na…
Gobhir Joler Fish Ami
Gobhir Joler Fish
Public Tai Nam Diyeche
Khoka Charsho Bish…