Bengali Lyrics

Bodhua Lyrics (বধুয়া) By Belal Khan | Mahmud Mahin

Bodhua Lyrics

Bodhua Lyrics (বধুয়া) By Belal Khan | Mahmud Mahin

বধুয়া – Bodhua Bangla Song Lyrics. This song Singing by Belal Khan & Music by Wahed Shahin. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Bodhua – বধুয়া
Singer : Belal Khan
Lyric : Robiul Islam Jibon
Tune : Belal Khan
Music Arranger : Wahed Shahin
Album : Bodhua
Cast : Kazi Asif Rahman & Moumita Hari ( Kolkata )
Label : Cd Choice

বধুয়া লিরিক্স – বেলাল খান

কিছুটা কাছে থাকিস
কিছুটা থাকিস দুরে
দুটানায় মন নিয়ে
জ্বলে জ্বলে যায় পুরে

হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
কেনো তুই যাস একা হারিয়ে

হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
এ পরানে আর তো সয়না রে

বধুয়া ও বধুয়া তোরে ছাড়া যায়না বাঁচা
যায়না বাঁচা যায়না রে (২বার)

নিজেকে উজার করে দিয়ে
লিখেছি তোর নামে
লিখেছি মনের কথা স্বপনের খামে

ও নিজেকে উজার করে দিয়ে
লিখেছি তোর নামে
লিখেছি মনের কথা স্বপনের খামে

হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
কেনো তুই যাস একা হারিয়ে

হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
এ পরানে আর তো সয়না রে

বধুয়া ও বধুয়া তোরে ছাড়া যায়না বাঁচা
যায়না বাঁচা যায়না রে (২বার)

উদাসী দু-নয়নে তোর হাওয়া লাগে
আমার কাছে তুই সব কিছুর আগে

ও উদাসী দু-নয়নে তোর হাওয়া লাগে
আমার কাছে তুই সব কিছুর আগে

হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
কেনো তুই যাস একা হারিয়ে

হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
এ পরানে আর তো সয়না রে

বধুয়া ও বধুয়া তোরে ছাড়া যায়না বাঁচা
যায়না বাঁচা যায়না রে (২বার)

Bodhua Lyrics By Belal Khan

Kichuta kache thakis
Kichuta thakis dure
Dutanay mon niye
Jole jole jay pure

Hat bariye achi dariye
Keno tui jas eka hariye

Hat bariye achi dariye
A porane ar to soyna re

Bodhuya bodhuya tore
chara jayna bacha
Jayna bacha jayna re (x2)

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button