Bojhe Na Bou Lyrics (বোঝেনা বউ) By G.M Ashraf | Tahsan & Safa Kabir

Bojhe Na Bou Lyrics (বোঝেনা বউ) By G.M Ashraf
বোঝেনা বউ – Bojhe Na Bow Bangla Song Lyrics. This song Singing by G.M Ashraf. Music Composed by Subhro raha. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Club 11 Entertainment” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Bojhe Na Bow -বোঝেনা বউ
Singer : G.M Ashraf
Lyrics : G.M ashraf
Tune : G.M Ashraf & Subhro Raha
Music : Subhro raha (L.M.G. Beats)
বোঝেনা বউ লিরিক্সঃ
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনা (২ বার)
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা আমারে,
বোঝেনা বোঝেনা,বোঝেনা আমারে
জিবন পুরা বদলে গেলো
ছিলো যেসব অগোছালো
শিখছি আমি নতুন করে
বউয়ের চাপে ঘর গোছানো
ঝাড়ু দেয়া ভেজা তাওয়াল
এই অভ্যাস ভাল্লাগেনা
যে চোখে তার মায়ায় ছিলো
আজ আমাকেই ভাল্লাগেনা
তবে কোথায় হারালো সেই প্রেম
অনুভুতি জোয়ার মায়া তোমার আমার
অভিমানে ঢাকা পড়ে গেছি
লাগে বেশি বেশি যখন কাছে আসি
আসলে ব্যাপারটা হচ্ছে
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে
বোঝেনা বোঝেনা,বোঝেনা বোঝেনা আমারে
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে
বোঝেনা বোঝেনা বোঝেনা বোঝেনা আমারে
তোমার ঐ খবরদারি আরতো নিতে পারিনা
সারাক্ষন নজরদারি একদম ভাল্লাগেনা
যতরাগ তোমার কথায় নেটফিলিক্স নাকি
স্টারজলসায় বাসায় বন্ধি তুমি আমি বাইরে যাওয়া যাবেনা
তবে কোথায় হারালো সেই প্রেম
অনুভুতি জোয়ার মায়া তোমার আমার
অভিমানে ঢাকা পড়ে গেছি
লাগে বেশি বেশি যখন কাছে আসি
আসলে ব্যাপারটা হচ্ছে
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে
বোঝেনা বোঝেনা,বোঝেনা আমারে
বোঝেনা বোঝেনা বউ আমার
বোঝেনা বোঝেনারে
বোঝেনা বোঝেনা,বোঝেনা আমারে
Bojhe Na Bou Lyrics By G.M Ashraf
Bojhena bojhena bou
amar bojhena bojhenare
Bojhena bojhena bojhena amare
Bojhena bojhena bou
amar bojhena bojhenare
Bojhena bojhena bojhena amare
Jibon puro bodle gelo
Cilo jesob ogosalo
Shikchi ami notun kore
Bouer cape ghor gochano
Jharu deoa veja taual
Ai ovvash vallagena
Je cokhe tar mayai chilo
Aj amakei vallagena
Tobe kothai haralo sei prem
Onuvuti joar maya tomar amar
Ovhimane dhaka pore gechi
Lage beshi beshi jokhon kache ashi,