Oviman Lyrics (অভিমান) By Shiekh Sadi | Jannat Ul Ferdous

Oviman Lyrics (অভিমান) By Shiekh Sadi | Jannat Ul Ferdous
অভিমান – Oviman Bangla Song Lyrics. This song Singing by Shiekh Sadi. Music Composed by Alvee Al Berunee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Dhruba Music Station” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Oviman – অভিমান
Singer : Shiekh Sadi
LYRIC & TUNE : Shiekh Sadi
MUSIC : Alvee Al Berunee
Label : Dhruba Music station
অভিমান লিরিক্সঃ
আমি তোমাতে শুধু ঘুরপাক খাই
ভুল করেও ভুলতে পারি নাই
হঠাৎ আছো হঠাৎ নাই
শুন্য কবিতা খালি পুরোটাই
তুমি নাই তাই বলে লেখা হলো না
জোছনার আলো দেখা হলো না
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে (২ বার)
তুমি তুমি আর নয় ভেবেছি বেশ
ভুলে যাবো তোমায় রবে না রেশ
তবু কোন মোহ বেঁধে রাখে
দূরে থেকেও কাছে থাকে
ভুলত্রুটি সবই মোর মেনে নিতে রাজি
খুব করে বকে দিয়ো শুনে নেবো সবই
তবু তুমি পাশে নেই এই প্রহলয়
অভিমান মুখোমুখি কাঁদি আড়ালে
তুমি নাই তাই বলে লেখা হলো না
জোছনার আলো দেখা হলো না
এসেছিলে চলে গেলে
না বলা কথা সবটা ফেলে (২ বার)
Oviman Lyrics By Shiekh Sadi
Ami tomate shudhu ghurpak khai
Vul koreo vulte pari nai
Hothat acho hothat nai
Shunno kobita khali purotai
Tumi nai tai bole lekha holo na
Jochnar alo dekha holo na
Esechile chole gele
Na bola kotha sobta fele