Bolo Bhalobasho Lyrics (বলো ভালোবাসো) By Imran Mahmudul & Kona

Bolo Bhalobasho Lyrics (বলো ভালোবাসো) By Imran Mahmudul & Kona
বলো ভালোবাসো– Bolo Bhalobasho Bangla Song Lyrics. This song Singing by Imran Mahmudul & Kona. Music Composed by Imran Mahmudul. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “clap” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Bolo Bhalobasho – বলো ভালোবাসো
Singer : Imran Mahmudul & Kona
Tune & Music: Imran Mahmudul
Lyrics: Snehashish Ghosh
Label: Sonali Products
বলো ভালোবাসো লিরিক্সঃ
অনুভব করি আমি
তুমি আছো কোথায়
আড়াল থেকে একটু তুমি
সামনে এসে দাঁড়াও
চাই কায়া পাই ছায়া
মন ভরেনা আর তাতে
চাই আবার সেই তোমার
খুব কাছে যেতে
আমার পিছুটানে তুমি
আবার ফিরে আসো
বাহুডোরে নিয়ে তোমার
বলো ভালোবাসো (২ বার)
বলো ভালোবাসো
প্রিয়জনের অভাব মনে
সারা জীবন থাকে
সেই অভাবে বুক ফেটে যায়
বোঝাই আমি কাকে (২ বার)
আমার কষ্ট দেখে তুমি
কাঁদো নাকি হাসো
বাহুডোরে নিয়ে তোমার
বলো ভালোবাসো
আমার পিছুটানে তুমি
আবার ফিরে আসো
বাহুডোরে নিয়ে তোমার
বলো ভালোবাসো
বলো ভালোবাসো
পৃথিবীতে কেউ বোঝেনি
আমায় কেনো কালে
তুমিও হায় নাম লেখালে
সেই মানুষের দলে (২ বার)
আমার কষ্ট দেখে তুমি
কাঁদো নাকি হাসো
বাহুডোরে নিয়ে তোমার
বলো ভালোবাসো
আমার পিছুটানে তুমি
আবার ফিরে আসো
বাহুডোরে নিয়ে তোমার
বলো ভালোবাসো
বলো ভালোবাসো
Bolo Bhalobasho Lyrics By Imran Mahmudul & Kona
Onuvob kori ami
Tumi acho kothay
Aral theke ektu tumi
Samne ese darao
Chai kaya pai chaya
Mon vorena ar tate
Chai abar sei tomar
Khub kache jete
Amar pichutane tumi
Abar fire aso
Bahudore niye tomar
bolo valobasho