Jodi Boli Lyrics (যদি বলি) By Pratik Kundu & Sudeshna Das

Jodi Boli Lyrics (যদি বলি) By Pratik Kundu, Sudeshna Das
যদি বলি – Jodi Boli Bangla Song Lyrics. This song Singing by Pratik Kundu & Sudeshna Das. Music Composed by Pratik Kundu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “The Bong Studio” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Jodi Boli – যদি বলি
Singer: Pratik Kundu, Sudeshna Das
Cast: Pratik Kundu, Sudeshna Das
Music & Lyrics: Pratik Kundu
Music Arranger: Dipesh Chakraborty
Mix & Master: Debojit Sengupta
Music Label: The Bong Studio
যদি বলি লিরিক্সঃ
যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে
যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই
তুমি আমার তাই
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে
গোধূলি আকাশ মুছে দিলো সাজ
অযথা দূরে তবু তুমি আজ
অভিমানী ভুল ধরবে আঙ্গুল
মন করে বায়না
তুমি কি আমায় করবে পাগল
শাড়ির আঁচল, চোখের কাজল
প্রেমে তুমিও পড়ে যাবে হায়
দেখো যদি আয়না
বাঁচি এই বিশ্বাসে শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে
যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই
তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে
আমি বুকের মাঝে জাপটে জড়িয়ে
যত কথা আছে সবই তোমাকেই বলি
আমি কান পেতে সেই মনের গভীরে
লুকোনো যন্ত্রনা শুনে ফেলি
তুমি অভিমানে খুব হয়ে গেলে চুপ
ভুল মেনে নিয়ে কত কত sorry বলি
ভাবি থাকবোই রেগে গম্ভীর মুখে
তোমার কোথায় ধুৎ, আমি হেসে ফেলি
মারপিট আর ঝগড়াঝাটিরা
শান্তি চাইবে শেষে
তাই অভিমান ভুলে আদর মাখতে
তোমার কাছে এসে
যদি বলি আমার প্রতিটা রাত
তোমার কোলে চাই
বলো ঠোঁটের ছোঁয়ায়
আদর মাখাবে গালে
যদি বলি হ্যাঁ হাসছি আমি শুধুই
তুমি আমার তাই
বলো ছেড়ে তো দেবেনা
কখনো মনের ভুলে
বাঁচি এই বিশ্বাসে শেষ নিঃশ্বাসে
তোমাকেই পাশে চাই
তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে
যদি ঘুমিয়েও পড়ি
শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই
তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে
Jodi Boli Lyrics By Pratik Kundu & Sudeshna Das
Ojotha dure tobu tumi aj
Ovimani vul dhorbe angul
Mon kore bayna