Kothagulo Lyrics (কথাগুলো) By Minar Rahman | Isteaque Ahmed

Kothagulo Lyrics (কথাগুলো) By Minar Rahman
কথাগুলো – Kothagulo Bangla Song Lyrics. This song Singing by Minar Rahman. Music Composed by Tasnuv, Shuvo & Bullet. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Soundtek” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Kothagulo – কথাগুলো
Singer : Minar Rahman
Lyric : Isteaque Ahmed
Tune & Music : Tasnuv, Shuvo & Bullet
Label : Soundtek
কথাগুলো লিরিক্সঃ
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা
আজ কত দিন নেই আমাদের দেখা
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো
কত সুর তুলে তুলে, বাড়িয়েছি
কত কিছু জমা আছে, জানে বায়োলিন
কত সুর তুলে তুলে, বাড়িয়েছি
কত কিছু জমা আছে, জানে বায়োলিন
তোমাকেই সব বলে দেবো, তুমি জানো
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে
আছে বসে আমাদের, দেখা হবে বলে
ঝুম বৃষ্টিরা যত মেঘ, হয়ে দলে দলে
আছে বসে আমাদের, দেখা হবে বলে
জল ছুঁয়ে ভেঙে যাবে, জমা অভিমানও
কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক ডানা ঝাপটানো
কত দিন গিয়েছে
কত রবি, কত শনি
কত রাত জুড়ে চাও
ছুঁয়ে ছুঁয়ে ব্যালকনি
কত তুমি, কত আমি
কত বেদনায় লেখা
আজ কত দিন নেই আমাদের দেখা
দেখা হবে কথা হবে, হবে কিছু গানও
কথা গুলো পাখি হোক, ডানা ঝাপটানো
Kothagulo Lyrics By Minar Rahman
Koto din giyiche koto robi koto soni
Koto raat jure chao chuye chuye balcony
Koto tumi koto ami Koto bedonay lekha
Aaj kotodin nei amader dekha
Dekha hobe kotha hobe hobe kichu gaano
Kothagulo pakhi hok dana jhaptano
Koto sur tule tule bariyechi
Koto kichu joma ache jane boyolin