Chader O Jochona Lyrics (চাঁদের ও জোছনা) By Kazi Shuvo & Monmi

Chader O Jochona Lyrics (চাঁদের ও জোছনা) By Kazi Shuvo & Monmi
চাঁদের ও জোছনা – Chader O Jochona Bangla Song Lyrics. This song Singing by Kazi Shuvo & Monmi. Music Composed by Rafi. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Chader O Jochona – চাঁদের ও জোছনা
Singer : Kazi Shuvo & Monmi
Lyric : Sheikh Sumon Emdad
Tune : Kazi Shuvo
Music : Rafi
Album : Shopno Dana
Label : Cd Choice
চাঁদের ও জোছনা লিরিক্সঃ
চাঁদেরও জোছনা ঝরে তুমি হাসলে
হৃদয়ে জাগে ঢেউ তুমি ভালোবাসলে
হুম চাঁদেরও জোছনা ঝরে তুমি হাসলে
হৃদয়ে জাগে ঢেউ তুমি ভালোবাসলে
হো.. এমনি করে যাকনা কেটে
সারাটি জীবন…
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
হুম.. ভাবনার দরজায় যখনি তুমি এলে
সুখের পরশে জীবন রঙালে
হুম.. এ মনেরি গহীনে তোমায় রেখেছি
জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি
হো.. এমনি করে যাকনা কেটে
সারাটি জীবন..
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
হুম.. যতদিন বাঁচবো
তোমারি তো থাকবো
সুখের খেয়াতে
দুজনেই ভাসবো
হুম.. জড়ালে তুমি একি
মায়ার বাঁধনে
তোমাকেই শুধু চাই
জীবনে মরণে
হো.. এমনি করে যাকনা কেটে
সারাটি জীবন..
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
চাঁদেরও জোছনা ঝরে তুমি হাসলে
হৃদয়ে জাগে ঢেউ তুমি ভালোবাসলে
হুম চাঁদেরও জোছনা ঝরে তুমি হাসলে
হৃদয়ে জাগে ঢেউ তুমি ভালোবাসলে
হো.. এমনি করে যাকনা কেটে
সারাটি জীবন..
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
তুমি আমার আপোনার চেয়ে আপন
Chader O Jochona Lyrics By Kazi Shuvo & Monmi
Chadero jochona jhore tumi hasle
Hridoye jage dheo tumi valobashle
Ho.. Amoni kore jakna kete
Sarati jibon..
Tumi amar aponar cheye apon
Hm.. Jotodin bachbo
Tomari to thakbo
Sukher khewate
Dujonei vasbo