Chupi Chupi Lyrics (চুপি চুপি) By Kazi Shuvo & Porshi | Arfin Rumey

Chupi Chupi Lyrics (চুপি চুপি) By Kazi Shuvo & Porshi | Arfin Rumey
চুপি চুপি – Chupi Chupi Bangla Dhol Bangla Song Lyrics. This song Singing by Kazi Shovo & Porshi. Music Composed by Arfin Rumey. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Chupi Chupi – চুপি চুপি
Singer : Kazi Shovo & Porshi
Lyric : Arfin Rumey
Tune & Composition : Arfin Rumey
Album: Shadamata 2
Cast : Niloy & Irani
Label : Cd Choice
চুপি চুপি লিরিক্সঃ
চুপি চুপি কেন আসনি,
স্বপনে ধরা দিয়ে যাও।
বেসেছো ভালো গোপনে গোপনে,
বলোনা আমি যে তোমার।
কি করে বলি বলো ভালোবাসি,
বড় ভালোবাসি তবু লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।
ছিলেনা যখন তুমি এই জীবনে,
দেখেনি স্বপণ কভু দু-নয়নে।।
হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।
এতো কাছে রয়েছো তবু আরো কাছে চাই,
এ চাওয়া পাওয়ার যেন কোন শেষ নাই।।
হৃদয় চিরে দেখো তোমারি ছবি,
বড় ভালোবাসি তুবও লাজে মরি।
আমারই জীবন শুধুই তোমার,
তুমি হীনা সবই যে আধার।
Chupi Chupi Lyrics By Kazi Shuvo & Porshi
Chupi chupi keno asoni
Swpone dhora diye zao
Besecho valo gopone gopone
Bolona ami ze tomar
Ki kore boli bolo valobasi
Boro valobasi tobu laje mori
i like this very good article