Ronger Manush Lyrics (রঙের মানুষ) By Samz Vai | Bangla Song 2021

Ronger Manush Lyrics (রঙের মানুষ) By Samz Vai
রঙের মানুষ – Ronger Manush Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Samz Vai. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samz Vai Official” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ronger Manush – রঙের মানুষ
Singer : Samz Vai
lyris & tune : Samz Vai
Music : Samz Vai
Label : Samz Vai Official
রঙের মানুষ লিরিক্সঃ
আমি স্বপ্ন সাজায়, যেমন তেমন
স্বপ্ন ভাঙ্গা দায়, আমার এক পা চলে
সামনে তিন পা, পিছনে দৌড়ায়
কেউবা, নাটক করে মিছে মিছি
চোখে জল গড়ায়, কেউ পাগল হইয়া
নেশার ঘোরে প্রেম, সখে ছটফটায়
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি যে মজা পাই
আমার হাসতে বারন বুক চাপিয়া কান্না বড় দায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি যে মজা পাই
হাইরে,
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি জানি সুখ পাই !
কেউ বা নির্যাতনের শিকারি হইয়া
সুখের ঢেকুর তুলে, কারো মুখের খাবার কাড়িয়া,
কারো চুলায় আগুন জ্বলে!
যে পারে তার মনটা নিয়া খেলিয়া বেড়ায়
আমার জীবন রইলো রঙের হিসাবের খাতায়
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি যে মজা পাই
হাইরে,
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি জানি সুখ পাই !
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি যে মজা পাই!
আমার হাসতে বারন বুক চাপিয়া কান্না বড় দায়,
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি যে সুখ পাই
হাইরে,
রঙের মানুষ রঙ বিলাইয়া, কি যে মজা পাই!
Ronger Manush Lyrics By Samz Vai
Ami sopno sajay, jemon temon
Sopno vanga day, amar ek pa chole
Samne tin pa, Pichone douray
Keuba, natok kore miche michi
Chokhe jol goray, keo pagol hoiya
Neshar ghore prem, sokhe sotfotay
Ronger manus rong bilaiya, Ki je moja pay
Amar haste baron buk chapiya kanna boro day
Ronger manus rong bilaiya, Ki je moja pay
Haire..
Ronger manus rong bilaiya, ki jani sukh pai!