Dhaka To Khulna Lyrics (একটু ভালোবাসোনা) By Prank King

Dhaka To Khulna Lyrics (একটু ভালোবাসোনা) By Rasel Rahman & Tahmina Tarin
একটু ভালোবাসোনা – Dhaka To Khulna Bangla Song Lyrics. This song Singing by Rasel Rahman & Tahmina Tarin. Music Composed by Real Ashique. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Prank King Entertainment” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Dhaka To Khulna – একটু ভালোবাসোনা
Singer : Rasel Rahman & Tahmina Tarin
Lyric : Collection. and Additional : Arthik Sazib & AR Rahman
Music, Mix & Master: BH Parvez
Music : Real Ashique
Programing, Mixed & Master : Real Ashique
Guitar: Safkat Hridoy
Recording Studio: B+ Studios
ঢাকা টু খুলনা লিরিক্সঃ
ঢাকা টু খুলনা একটু ভালোবাসোনা
নেই কোন ভাবনা নিয়ে যাব পাবনা (২ বার)
সাইন্সের মেয়েদের প্রেমে পইড়ো না
কেন?
পড়তে পড়তে পাগল হবে প্রেম বুঝবে না
আরে সাইন্সের মেয়েদের প্রেমে পইড়ো না
পড়তে পড়তে পাগল হবে,প্রেম বুঝব না
আরে
ঢাকা টু খুলনা একটু ভালোবাসোনা
নেই কোন ভাবনা নিয়ে যাব পাবনা (২ বার)
ঢাকা টু সিলেট সব কিছু ডিলেট
মেয়েদের তুলনায় ছেলেরা গভেট (২ বার)
সিনিয়র ভাইদের প্রেমে পইড়ো না
কেন..?
কয়দিন পরে চলে যাবে মনে রাখবেনা
সিনিয়র ভাইদের প্রেমে পইড়ো না
কয়দিন পরে চলে যাবে মনে রাখবেনা
ঢাকা টু সিলেট সব কিছু ডিলেট
মেয়েদের তুলনায় ছেলেরা গভেট (২ বার)
কমার্সের মেয়েদের প্রেমে পইড়ো না
কেন?
প্রেম নিয়ে ব্যবসা করবে টের পাবা না
আরে কমার্সের মেয়েদের প্রেমে পইড়ো না
মোটেও না…
প্রেম নিয়ে ব্যবসা করবে টের পাবা না
জুনিয়র ছেলেদের প্রেমে পইড়োনা
তোমার পড়া শেষ হবে তার হবে না
ব্যাচমেট ছেলেদের প্রেমে পউড়ো না
ভাই হয়ে থেকে যাবে প্রেমিক হবেনা
ঢাকা টু সিলেট সব কিছু ডিলেট
মেয়েদের তুলনায় ছেলেরা গভেট (২ বার)
আর্টসের মেয়েদের প্রেমে পইড়ো না
কেন?
ভুগল বোঝায় ছ্যাইড়া দিবে,
কাইনদ্যা বাচাবানা
আরে আর্টসের মেয়েদের প্রেমে পইড়ো না
ভুগল বোঝায় ছ্যাইড়া দিবে
কাইনদ্যা বাচাবানা
আরে ঢাকা টু খুলনা একটু ভালোবাসোনা
নেই কোন ভাবনা নিয়ে যাব পাবনা
ঢাকা টু খুলনা একটু ভালোবাসোনা
নেই কোন ভাবনা নিয়ে যাব পাবনা
ঢাকা টু সিলেট সব কিছু ডিলেট
মেয়েদের তুলনায় ছেলেরা গভেট (২ বার)
লম্বা ছেলেদের প্রেমে পইড়ো না
হাইট নিয়ে খোচা দিবে সয্য হবেনা
খাটো ছেলেদের প্রেমে পইড়ো না
হাই হিল পরে হাটতে পারবেনা।
Dhaka To Khulna Lyrics By Rasel Rahman & Tahmina Tarin
Dhaka to khulna ektu bhalobashona
Nei kono bhabona niye jabo pabna (2)
Since-er meyeder preme poiro na
Keno?
Porte porte pagol hobe prem bujbe na
Are since-er meyeder preme poiro na
Porte porte pagol hobe prem bujbe na