E Path Geche Beke Lyrics (এ পথ গেছে বেঁকে) By Taalpatar Shepai

E Path Geche Beke Lyrics (এ পথ গেছে বেঁকে) By Taalpatar Shepai
এ পথ গেছে বেঁকে – Taalpatar Shepai Bangla Song Lyrics. This song Singing by Pritam Das. Music Composed by Pritam Das. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Taalpatar Shepai” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Taalpatar Shepai – এ পথ গেছে বেঁকে
Composer/Singer- Pritam Das
Lyricist- Saswata Ray
Guitar- Sumon Ghosh
Arrangement- Taalpatar Shepai
Mixing/Mastering- Sumon Ghosh
এ পথ গেছে বেঁকে লিরিক্সঃ
এ পথ গেছে বেঁকে
কিছু আমি জেগে কে জানে
আজ মনে হয় তুলি
আকাশের চোরাবালি আনমনে
যত স্মৃতি কত কি সাথে নিয়ে
কত রাত নদী হয়ে যায় বয়ে কে চায়
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে হায়
কত তোমার কত কথা
রূপসী রূপকথা বলো তারায়
আমি থাকি একা সঙ্গে
তবু তোমার তরঙ্গে ভেসে যাই
ফিরে আসি বারেবারে সব ভেঙে
যত না পাওয়া আজ পাওয়ার রঙে
এ মন জানে পথ ভোলার মানে কে চায়
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে হায়
আমি জানি তুমি আসবে
ভালোবাসা ভালোবাসবে বলো তাই
পথ খুঁজি তবু বুঝি
সেই তুমি শুধু তুমি আশ্রয়
শত স্মৃতি ভেজা আলো অঝোরে
আমি অচেনা আজ আমার ঘরে
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে
এ মন যে জানে পথ ভোলার মানে
কে জানে তুমি কেন আমার মনে
E Path Geche Beke Lyrics By Taalpatar Shepai
E poth geche beke
Kichu ami jege ke jaane
Aaj mone hoy tuli
Akasher chorabali anmone
Joto smriti koto ki sathe niye
Koto raat nodi hoye jaay boye ke chaay
E moner hiseb ki oi mon rakhe
Shoto taray taray aajo khuji take hay
Koto tomar koto kotha
Ruposi rupkotha bolo taray
Ami thaki eka songe
Tobu tomar toronge vese jai