Bengali Lyrics

Ek Jibon 2 Lyrics (এক জীবন ২) By Shahid & Shubhamita

Ek Jibon 2 Lyrics

Ek Jibon 2 Lyrics (এক জীবন ২) By Shahid & Shubhamita

তুমি আমার সুধু আমার – Tumi Amar Shudhu Amar Bangla Song Lyrics. This song Singing by Shahid & Shubhamita. Music Composed by Arfin Rumey. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Ek Jibon 2 – এক জীবন ২
Singer : Shahid & Shubhamita
Lyric : Anurup Aich
Tune : Shahid
Music : Arfin Rumey
Album : Ek Jibon 2
Label : Cd Choice

এক জীবন ২ লিরিক্সঃ

জীবন এত সুখের হলো
আমার পাশে তুমি আছো তাই
এক জীবনে এর চেয়ে বেশী
আমার যে আর চাওয়ার কিছু নাই
তোমার আমার ভালোবাসা শেষ হওয়ার নয়
শুধু তোমায় কাছে চায় এই হৃদয়

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে (২ বার)

দিন গেল, মাস গেল, গেল বহু বছর
তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর (২ বার)
তুমি আমার ঘরে আসো পূর্ণিমা হয়ে
এই জীবন সাজিয়েছো তুমি পূর্ণতা দিয়ে

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে (২ বার)

তুমি আমি ভালোবেসে থাকবো জীবন ভর
মরণ যেন আমাদের করে নাকো পর
তোমায় নিয়ে সারা জীবন কাটাতে চাই
তুমি ছাড়া এই আমার আর আপন কেহ নাই

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে
যেতে চাই সুখেরই দেশে হারিয়ে (২ বার)

Ek Jibon 2 Lyrics By Shahid & Shubhamita

Jibon eto sukher holo
Amar pase tumi acho tai
Ek jibone er ceya besi
Amar ja ar caoyar kichu nai
Tomar amar bhalobasa ses hober noy
Sudhu tomay kache cay ei hridoy
Ogo tomay niye ami pari diye
Jate chai sukher e dese hariye

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button