Ek Jora Chorui Lyrics (এক জোড়া চড়ুই) By Samz Vai

Ek Jora Chorui Lyrics (এক জোড়া চড়ুই) By Samz Vai
এক জোড়া চড়ুই – Ek Jora Chorui Bangla Song Lyrics. This song Singing by Samz Vai. Music Composed by Rohan Raj. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sristy multimedia” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ek Jora Chorui – এক জোড়া চড়ুই
Singer: Samz Vai
Lyrics: Rohan Raj
Tune: Rohan Raj
Music: Rohan Raj
Label: Sristy Multimedia
এক জোড়া চড়ুই লিরিক্সঃ
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই (২ বার)
বন্দী কইরা রাখা যদি
যায় তোরে এই মন
ভুইলা যাইতাম তোরে আমি
করতাম না আপন (২ বার)
আত্মার সাথে আত্মার পিরিত
ভিন্ন কেমনে হই
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই
তুই আর আমি এক জোড়া চড়ুই
যে মুখটা না দেখিলে
বুকে লাগে ব্যথা
সেই মুখটা ভুইলা যাওয়া
নয় রে সহজ কথা (২ বার)
মরণ যদি আসে তবে
মাইনা নিব তাই
তোরে ছাড়া বাইচা থাকার
কোনো উপায় নাই (২ বার)
আত্মার সাথে আত্মার
পিরিত কেমনে ভিন্ন হই
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই
তুই আর আমি এক জোড়া চড়ুই
আমার ব্যথাই আমি বুঝি
হৃদয় টা যায় জ্বলে
অনেক ভালো থাকতাম তোরে
আমার করে পেলে (২ বার)
মরণ যদি আসে তবে
মেনে নিব তাই
তোরে ছাড়া বাইচা থাকার
কোনো উপায় নাই (২ বার)
আত্মার সাথে আত্মার
পিরিত কেমনে ভিন্ন হই
তুই আর আমি এক জোড়া চড়ুই
তোরে ছাড়া দূরে কেমনে রই
তুই আর আমি এক জোড়া চড়ুই
Ek Jora Chorui Lyrics By Samz Vai
Tui ar ami ek jora chorui
Tore chara dure kemne roi
Bondi koira rakha jodi
Jay tore ei mon
Vuila jaitam tore ami
Kortam na apon
Attar sathe attar pirit
Vinno kemne hoi
Je mukta na dekhile
Buke lage betha
Sei mukta vuila jaowa
Noy re sohoj kotha