Ekta Chilo Sonar Konna Lyrics (একটা ছিল সোনার কন্যা) By Subir Nandi

Ekta Chilo Sonar Konna Lyrics (একটা ছিল সোনার কন্যা) By Subir Nandi
একটা ছিল সোনার কন্যা – Ekta Chilo Sonar Konna Bangla Song Lyrics. This song Singing by Subir Nandi. Music Composed by Maqsud Jamil Minto. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Sangeeta Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ekta Chilo Sonar Konna – একটা ছিল সোনার কন্যা
Singer: Subir Nandi
Tune & Music: Maqsud Jamil Minto
Label: Sangeeta
একটা ছিল সোনার কন্যা লিরিক্সঃ
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে
নাও গড়াইয়া চলি (২ বার)
কন্যার চিরল দীঘল চুল
তাহার কেশে জবা ফুল (২ বার)
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়ল কন্যার ছায়া
হাত খালি গলা খালি
কন্যার নাকে নাকফুল (২ বার)
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
কন্যা ভুল করিস না
ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও গড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে
নাও গড়াইয়া চলি
সবুজ বরণ লাউ ডগায়
দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি
মন আনচান করে (২ বার)
আমার মন আনচান করে (৪ বার)
আমার মন…
Ekta Chilo Sonar Konna Lyrics By Subir Nandi
Ekta silo sonar konna megho boron kesh
Vati onchole silo sei konnar desh
Dui chokhe tar ahare ki maya
Nodir jole porlo konnar chaya
Tahar kotha boli
Tahar kotha bolte bolte
Nao goraiya choli
Konnar silo dighol chul
Tahar keshe joba ful
Sei ful panite feila
Konna korlo vul
Konna vul koris na
O konna vul koris na
Ami vul kora konnar loge kotha bolbo na