Ektu Ghor Chara Lyrics (একটু ঘর ছাড়া) By Minar Rahman

Ektu Ghor Chara Lyrics (একটু ঘর ছাড়া) By Minar Rahman
একটু ঘর ছাড়া – Ektu Ghor Chara Bangla Song Lyrics. This song Singing by Minar Rahman. Music Composed by Musfiq Litu. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Soundtek” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Ektu Ghor Chara – একটু ঘর ছাড়া
Singer: Minar Rahman
Lyric: Sharif Al-Din
Tune: Nazir Mahmud
Music: Musfiq Litu
Drama: Dream Girl
Label: Soundtek
একটু ঘর ছাড়া লিরিক্সঃ
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া (২ বার)
আজ না হয় থাকি দু’জন
একটু ঘর ছাড়া
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা
মনের মাঝে ভালোবাসা
করছে হুলস্থুল
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো
আমার হাতের আঙ্গুল (২ বার)
কত কথা জমিয়ে রাখি
তোমায় বলবো বলে
তোমায় ভেবে ঢিল ছুঁড়ি
শান্ত দীঘির জলে (২ বার)
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা,
মনের মাঝে ভালোবাসা,
করছে হুলস্থুল
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো
আমার হাতের আঙ্গুল (২ বার)
জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে
তোমায় দেখি রোজ
তোমার মাঝে বারেবার
হতে চাই নিখোঁজ (২ বার)
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা
মনের মাঝে ভালোবাসা
করছে হুলস্থুল
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো
আমার হাতের আঙ্গুল (২ বার)
একটু আগেই তুমি এলে
কেন যাবার তাড়া (২ বার)
আজ না হয় থাকি দু’জন
একটু ঘর ছাড়া
শালিক চড়া দুপুর বেলা
ভাসাবো আজ প্রেমের ভেলা
মনের মাঝে ভালোবাসা
করছে হুলস্থুল
তুমি ইচ্ছে হলেই ধরতে পারো
আমার হাতের আঙ্গুল (২ বার)
Ektu Ghor Chara Lyrics By Minar Rahman
Ektu agei tumi ele
Keno jabar tara
Aaj na hoy thaki dujon
Ektu ghor chara
Shalik chora dupur bela
Vasabo aaj premer bhela
Moner majhe valobasha
Korche hulusthul
Tumi ichhe holei dhorte paro
Amar haater angul
Koto kotha jomiye rakhi
Tomay Bolbo bole
Tomay vebe dhil churi
Shanto dighir jole