Ghum Lyrics (ঘুম) By Moontasir Rakib | Odd Signature

Ghum Lyrics (ঘুম) By Moontasir Rakib | Odd Signature
ঘুম – Ghum Bangla Song Lyrics. This song Singing by Moontasir Rakib. Music Composed by Ashtray Studio. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Moontasir Rakib” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Ghum – ঘুম
Singer & Lyricist : Moontasir Rakib
Back Vocal and Guitar : Ahasan Tanvir Pial
Guitar pluckings : Arnam Amitab
Bass : Iftekhar Ika
Recorded, Mixed and Mastered at : Ashtray Studio
Label : Moontasir Rakib
ঘুম লিরিক্সঃ
খোলা চোখ খানা কর বন্ধ
বাতাসের ঠান্ডা গন্ধ
বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে
আসো ছোট্ট একটা গান করি
যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে
বসে হাতখানা দিবে কপাল ভরে।
ভয় নেই আছি আমি পাশে
হাতখানা ধরে আছি হেসে
কোলেতে আমার মাথা তোমার
অন্ধকার রাত, নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের।
হাতে রেখে হাত দেখে ঘড়ি,
বসে অপেক্ষা করি,
কবে হবে কাল, ফুটবে সকাল।
আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে,
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদমামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে
কিছু আলোকিত হয়
সে যাতে ভয় না পায়।
পরী আয় তার দুই হাত ধরে
নিয়ে যা স্বপ্নের খেলাঘরে
যেথা মিলবে তার সুখের ঠিকানা
তারাদল ছুটে আয় এখানে
তার ঘুমখানা যাতে না ভাঙে তাই
নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়।
যদি দেখো সেথা আমায়
বসে গান তোমায় শোনায়
তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে।
অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে,
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের।
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল, ফুটবে সকাল।
আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে,
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদমামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে,
কিছু আলোকিত হয়, আহা…।।
Ghum Lyrics By Moontasir Rakib
Aye ghum chumbon de
Tar sara kopale
Jate ghum ashe shob nishchup hoye jay
Aay chand mama kache aay
Jate ondhokar na hoy
Alomakha kopalete tip ta de jaate
Kichu alokito hoy
Se jate bhoy na paay