Bengali Lyrics

Aashona Keno Basho Na Lyrics (আসো না কেনো বাসো না) By Arijit Singh

Aashona Valobasho Na Lyrics

Aashona Keno Basho Na Lyrics (আসো না কেনো বাসো না) By Arijit Singh & Prashmita Paul

আসো না কেনো বাসো না – Aashona Keno Basho Na Bangla Song Lyrics. This song Singing by Arijit Singh & Prashmita Paul. Music Composed by Arindom Chaterjee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Aashona Keno Basho Na – আসো না কেনো বাসো না
Film Name : Borbaad (2014)
Singers : Arijit Singh & Prashmita Paul
Music : Arindom Chaterjee
Lyrics : Prasen
Production : Shree Venkatesh Films

আসো না কেনো বাসো না লিরিক্সঃ

বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে (২ বার)

পড়ে গেছি ইশকেতে
আছি বড় রিস্কেতে,
খালিপিলি মিস্ করে যাই
একটু যদি মিশতো সে

রাগারাগি কম করে
মনটা নরম করে
এসএমএস-এ হলেও যদি
বলত আমায় সে..

আসো না কেনো বাসো না
ভালো লাগে না যে আমার
ও.. ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার

বলো ঝাঁপ দেবে কি
গভীর জলে
এক্ষুনি দাও, জয় মা বলে
না না বাবা দরকার নেই থাক
এ যে চেষ্টা তোমার
বড্ড বেশি
ভীষণ কাঁচা, মনটা দেশী
গরুর মুখে শুনছি ঘোড়ার ডাক

জমে গেছি ইশকেতে
ভাল এই রিস্কেতে
রোজরোজ মিস্ করে যাই
একটু যদি মিশতো সে
ভুল করে তাকালে
চেনা চোখে বাঁকালে
দূরে দূরে থেকেও
আমি থাকছি কাছে খুব..

আসোনা কেনো বাসোনা
ভালো লাগে না যে আমার
ওও.. ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার

জানি মনটা তোমার
মানছে নাকো
মেজাজ কেনো, মাসল দেখো
মুখেই খালি ছোটাও কথার রেল
কত মাইনে তোমার
সবটা দেবো
হাতখরচা, অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে ব্রেকফেল..

মম.. পড়ে গেছি ইশকেতে
আছি বড় রিস্কেতে
খালিপিলি মিস্ করে যায়
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে
মনটা নরম করে,
এসএমএস-এ হলেও যদি
বলত আমায় সে..

আসো না কেনো বাসো না
ভালো লাগে না যে আমার
ক্ষতি কি বলো করেছি
ফলো তোমাকে দু-এক বার

Aashona Keno Basho Na Lyrics By Arijit Singh & Prashmita Paul

Bolchi tomar dibbi gele
Ami boro shanto chele
Dekhchi tomay sujog pele
Shune bujhi bishom khele

Pore gechi ishq-e te
Ami boro rishkete
Khalipili miss more jai
Ektu jodi mishto she

Ragaragi kom kore
Mon ta norom kore
Sms-e holeo jodi bolto amay she
Ashona keno bashona
Valo lage na je amar
Khoti ki bolo korechi
Follow tomake du ekbaar

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button