Latest Bengali Lyrics

Otit Lyrics (অতীত) By Arman Alif | Bangla Song 2021

Otit Lyrics

Otit Lyrics (অতীত) By Arman Alif | Sojib Das

অতীত – Otit Bangla Song Lyrics. This song Singing by Arman Alif. Music Composed by Sojib Das. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “G Series Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Otit – অতীত
Singer : Arman Alif
Lyric & Tune : Arman Alif
Music : Sojib Das
Label : G Series

অতীত লিরিক্সঃ

এখন আর আড্ডায় বসে
আগুন ঘোরে না
কে কারে ঘুম পাড়ায়
কার ঘুম হয়না।

বারেবারে বদলে যাওয়া
তাতেই নাকি সুখ
ভয় হয় তারেও যদি ধরে রে
আমার অসুখ

সে একদিন বলেছিল
মানুষ বদলে যায়
তার কথা মনে করে
বদলে গেছি তাই

আমায় ছাড়া একটা দিনও
বাঁচা নাকি দায়
সে জানে কি ওপারেও তার এই মিথ্যের
ক্ষমা নাই

বালিশের নিচে রাখা ফোন আর
কেঁপে ওঠে না
সে কি ভুলে গেছে তার কন্ঠ ছাড়া
ঘুম হতো না
তার পারফিউমের গন্ধ যেন
আমায় না ভাবায়
আমি সস্তা সিগারেট হাতে তারে
দিয়েছি বিদায়

তার পুরনো খাতায়, বইয়ের পাতায়
লিখেছিল যে নাম সেগুলো
হিজিবিজি কালির নিচে
রইলো না তার দাম
আমার ভালোলাগার সাজে
তারে শাস্তি বরং দিস
যে সাজ দেখে দেখে কবিতা লিখতাম

আগের সাজে সেজে
আয় নারে বিপরীতে
একবার যদি দাঁড়ায়
আমায় খুঁজতে পারে সে
তখন কান্না বুঝবে কে
তার কান্না মুছবে কে
তাই প্রয়োজন নেই
আয়নাটাতে অতীত ভাসাতে
প্লিজ বলে দিস তারে
গান তুই বলে দিস তারে

বালিশের নিচে রাখা ফোন আর
কেঁপে ওঠে না
সে কি ভুলে গেছে তার কন্ঠ ছাড়া
ঘুম হতো না
তার পারফিউমের গন্ধ যেন
আমায় না ভাবায়
আমি সস্তা সিগারেট হাতে তারে
দিয়েছি বিদায়

Otit Lyrics By Arman Alif

Ekhon aar adday bose
Aagun ghorey na
Ke kaare ghum paray
Kaar ghum hoy na
Barebare bodle jaowa
Tatei naki sukh
Bhoy hoy taareo jodi dhore re
Amar oshukh
Balish er niche rakha phone aar
Kepe othey na
Se ki bhule geche taar kontho chara
GHum hoto na
Tar perfume er gondho jeno
Amay na bhabay
Ami sosta cigarette haate taare
Diyechi biday

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button