Hoye Jetey Paari Lyrics (হয়ে যেতে পারি) By Arijit Singh | Yash & Sanjana

Hoye Jetey Paari Lyrics (হয়ে যেতে পারি) By Arijit Singh | Yash & Sanjana
হয়ে যেতে পারি – Hoye Jetey Paari Bangla Song Lyrics. This song Singing by Arijit Singh. Music Composed by Arindom. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Hoye Jetey Paari – হয়ে যেতে পারি
Singer : Arijit Singh
Music : Arindom
Lyrics : Prasen
Film : Fidaa
Additional Programming : Sunny MR,Crostec(Soumo-Subho)
হয়ে যেতে পারি লিরিক্সঃ
হয়ে যেতে পারি তোমার কথা এলে
নতুনের মতো যেন কেউ,
হয়ে যেতে পারি তোমার নীল-এ অকারণে
খেলে যাওয়া ঢেউ,
হয়ে যেতে পারি তোমার কথা এলে
সাথে সাথে আনমনা,
হয়ে যেতে পারি আকাশ নীল-এ
মেঘেদের আল্পনা…
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
কখনো দেখেছো কি ভেবে তুমি
কতটা এগিয়েছি আদরের কাছাকাছি
আমি তোমার সাথে কখনো
শুনেছো কি কান পেতে ?
আমাদের নাম লেখা
গান গায় কত পাখি
আমার তোমার কাছে
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
Full Song Lyrics
জানিনা কত রাত পার করে
তোমাকে কুড়িয়ে পাবো
আদরের আশেপাশে
তোমায় নিজের মতো বলে দাও
মেঘে মেঘে বেলা হলে
মনে মনে কথা যতো
লুকিয়েছো জেনে বুঝে
তুমি তোমার কাছে
তোমার চুলের গন্ধে মাতোয়ারা
হয়েছি সন্ধ্যা-সকাল অজান্তে,
বোলো তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল অজান্তে,
বলো তোমায় ছাড়া কি হবে আর আমার
Hoye Jetey Paari Lyrics By Arijit Singh
Hoye Jetey Paari Tomar Kotha Ele
Notuner moto jeno keu
Hoye Jete Pari Tomar Neel-e Okarone
Khele jaowa dheu
Hoye Jetey Pari Tomar Kotha Ele
Sathe Sathe Aanmona
Hoye Jete Pari Akash neel-e
Megheder aalpona
Tomar chuler gondhe matoyara
Hoyechi sondhey sokal, Ajante
Bolo tomay chara ki hobe aar amar
Tomar haasir songey cholke pora
Ishara belalotay ajnatey
Bolo tomay chara ki hobe aar amar
Kokhono dekhecho ki vebe tumi
Koto ta egiyegechi
Adorer kachakachi
Ami tomar sathe kokhono
Sunecho ki kaan pete ?
Amader naam lekha
Gaan gaay koto pakhi
Amar Tomar Kache