Bengali Lyrics

Hoyni Bola Lyrics (হয়নি বলা) By Tahsin Ahmed & Tumpa | Tahsan & Tisha

Hoyni Bola Lyrics

Hoyni Bola Lyrics (হয়নি বলা) By Tahsin Ahmed & Tumpa | Tahsan & Tisha

হয়নি বলা – Hoyni Bola Bangla Song Lyrics. This song Singing by Tahsan,Tumpa & Music Composed by Tahsin Ahmed. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD CHOICE Drama” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Hoyni Bola – হয়নি বলা
Singer : Tahsin Ahmed & Tumpa khan
Lyric : Snahashish Ghosh
Tune & Music : Tahsin Ahmed
Co-Composer : Menon Khan
Cast : Tahsan Khan & Tanjin Tisha
Label : Cd Choice

হয়নি বলা লিরিক্স – তাহসিন ও টুম্পা

ভালো যদি বাসি তবে
ভালোবাসি বলতে হবে
এমন তো কোন নিয়ম নেই,
না বলে তা বোঝানো গেলে

নিজের মন চেনানো গেলে
চলুক না তবে এভাবেই।

হাজার কথায়ও হয়নি বলা
সীমাহীন হোক পথচলা,
লাজুক লাজুক চোখ
জুড়ে থাকুক ভাললাগা…

তুমি ছাড়া নেই কিছু আর

আমার আমিতে,
ঘিরে আছো মনের পৃথিবীতে।
বেড়ে যাবে ভালোবাসা যতই
দিন গড়াবে
চল যাই ভেসে সুখের তরীতে

অনুভুতির দেয়াল জুড়ে
তুমি থাক সারাক্ষণ,
পাশাপাশি পথ চলেছি
নেই কিছু আর প্রয়োজন

হাজার কথায়ও হয়নি বলা
সীমাহীন হোক পথচলা,
লাজুক লাজুক চোখ
জুড়ে থাকুক ভাললাগা…

তুমি ছাড়া নেই কিছু আর

আমার আমিতে,
ঘিরে আছো মনের পৃথিবীতে।
বেড়ে যাবে ভালোবাসা যতই
দিন গড়াবে
চল যাই ভেসে সুখের তরীতে

অনুভুতির দেয়াল জুড়ে
তুমি থাক সারাক্ষণ,
পাশাপাশি পথ চলেছি
নেই কিছু আর প্রয়োজন

ভালো যদি বাসি তবে
ভালোবাসি বলতে হবে
এমন তো কোন নিয়ম নেই,
না বলে তা বোঝানো গেলে

নিজের মন চেনানো গেলে
চলুক না তবে এভাবেই।

হাজার কথায়ও হয়নি বলা
সীমাহীন হোক পথচলা,
লাজুক লাজুক চোখ
জুড়ে থাকুক ভাললাগা…

তুমি ছাড়া নেই কিছু আর

আমার আমিতে,
ঘিরে আছো মনের পৃথিবীতে।
বেড়ে যাবে ভালোবাসা যতই
দিন গড়াবে
চল যাই ভেসে সুখের তরীতে

অনুভুতির দেয়াল জুড়ে
তুমি থাক সারাক্ষণ,
পাশাপাশি পথ চলেছি
নেই কিছু আর প্রয়োজন

Hoyni Bola Lyrics By Tahsin Ahmed & Tumpa

Valo jodi basi tobe
Valobasi bolote hobe
Emon to kono niyom nei
Na bole ta bujhano gele

Nijer mon chenano gele
Choluk na tobe evabei

Hajaro kothayo hoyni bola
Simahin hok pothochola
Lajuk lajuk chokh.
Jure thakuk valo laga

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button