Bengali Lyrics

Soniye Tu Janiye Tu Lyrics (ছনিয়ে তু জানিয়ে তু) By Zubeen Garg & June

Soniye Tu Janiye Tu Lyrics

Soniye Tu Janiye Tu Lyrics (ছনিয়ে তু জানিয়ে তু) Zubeen Garg & June Bannerjee

ছনিয়ে তু জানিয়ে তু – Sunea Tu Janea Tu Bangla Song Lyrics. This song Singing by Zubeen Garg & June Bannerjee. Music Composed by Priyo Chatterjee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Eskay Movies” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Sunea Tu Janea Tu – ছনিয়ে তু জানিয়ে তু
Movie : Khokababu
Singer : Zubeen Garg & June Bannerjee
Lyricist : Gautam Sushmit
Composer : Priyo Chatterjee
Label : Eskay Movies

ছনিয়ে তু জানিয়ে তু লিরিক্সঃ

মন যে হারালো, দু হাত বাড়ালো
আজ তোর ছোঁয়া পেতে
স্বপ্ন জড়ালো, থমকে দাঁড়ালো
প্রেমকে দিতে নিতে (২বার)
না এ চোখে আর কিছু ভাসেনা
তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসেনা

সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা

দিন এ দিন রঙিন হলো
স্বপ্নের হাতছানিতে
প্রেম এ প্রেম রেখে দেবো
বুকের ফুলদানিতে

কিছু কথাতে ঘুম হারাতে
দুটি চোখে লিখে দেবো
তোর ঠিকানা

সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা

রাত সে রাত কবে পাবো
প্রেমের আশকারাতে
মন এ মন এঁকে দেবো
সুখের মাসকারাতে

তোর দু চোখে তাকিয়ে থেকে
চেনা জানা রাগ কবে
হবে অচেনা

সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা

মন যে হারালো, দু হাত বাড়ালো
আজ তোর ছোঁয়া পেতে
স্বপ্ন জড়ালো, থমকে দাঁড়ালো
প্রেমকে দিতে নিতে

না এ চোখে আর কিছু ভাসেনা
তোকে ছাড়া একা রাতে চাঁদ হাসেনা

সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা
সোনিয়ে তু জানিয়ে তু
তেরে লিয়ে দিল দিওয়ানা

Soniye Tu Janiye Tu Lyrics By Zubeen Garg & June Bannerjee

Mon Mon je haralo
Du haat baralo
Aj tor chowa pete
Swapno joralo thomke daralo
Prem ke jite nite
Na chokhe ar kichu vase na
Toke chara eka rate chand hase na
Soniye Tu Janiye Tu
Tere liye dil dewana
Din a din rongin holo
Swapner haat chanite
Prem a prem rekhe debo
Buker ful dani te
Kichu kotha te mon harate
Duti chokhe likhe debo
tor thikana

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button