Mon Kemoner Jonmodin Lyrics (মন কেমনের জন্মদিন) By Rishi Panda

Mon Kemoner Jonmodin Lyrics (মন কেমনের জন্মদিন) Rishi Panda
মন কেমনের জন্মদিন – Mon Kemoner Jonmodin Bangla Song Lyrics. This song Singing by Rishi Panda. Music Composed by Ranajoy Bhattacharjee. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Rishi Panda” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Mon Kemoner Jonmodin – মন কেমনের জন্মদিন
Singer : Mekhla Das Gupta
Music: Ranajoy Bhattacharjee
Covered by: Rishi Panda
মন কেমনের জন্মদিন লিরিক্সঃ
কেন রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না
এই মন কেমনের জন্মদিন
চুপ করে থাকা কঠিন
তোমার কাছে খরস্রোতাও গতিহীন
নতুন সকাল গুলো কপাল ছুঁলো তোমারই
দূরে গেলেও এটাই সত্যি তুমি আমারই
শুধু আমারই
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না,
আমার কাছে দিন ফুরালেও আসলে না।
জলে ভেজা, চোখবোজা
ঘুম খোঁজা ভোর
নিশানা তীর, স্মৃতির ভীড়
এলোমেলো ঘর’দোর
মেঘ আসে এলোকেশে
ছুঁয়ে দিলেই সব চুপ
সেই মেঘবালিকার গল্প হোক
শহরজুড়ে বৃষ্টি হোক
রোদ্দুর হোক আজ
শুধুই তাহার ডাকনাম
পাতাভরা সব দু-টুকরোরা
কাল বৈশাখীর মতো মুখচোরা
সব ভিজে যাক শুধু বেঁচে থাক অভিমান
নতুন সকালগুলো কপাল ছুঁলো তোমারই
বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই
শুধু আমারই
রোদের মতো হাসলে না
আমায় ভালোবাসলে না
আমার কাছে দিন ফুরালেও আসলে না
Mon Kemoner Jonmodin Lyrics By Rishi Panda
Keno roder moto hasle na
Amay bhalo basle na
Amar kache din furalo aslena
Ei mon kemoner jonmodin
Chup kore thaka kothin
Tomar kache khorosrotao gotihin
Notun sokal gulo kopal chinlo tomari
Tumi dure gele etao sotti
Tumi amari tumi amari