Bengali Lyrics

Jar Chobi Ei Mon Eke Jay Lyrics (যার ছবি এই মন এঁকে যায়) By Sonu Nigam

Jar Chobi Ei Mon Eke Jay Lyrics

Jar Chobi Ei Mon Eke Jay Lyrics (যার ছবি এই মন এঁকে যায়) By Sonu Nigam | Premi

যার ছবি এই মন এঁকে যায় – Jar Chobi Ei Mon Eke Jay Bangla Song Lyrics. This song Singing by Sonu Nigam. Music Composed by Jeet Gannguli. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Surinder Films” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Jar Chobi Ei Mon Eke Jay – যার ছবি এই মন এঁকে যায়
Movie : Premi (2004)
Singer : Sonu Nigam
Music Composer : Jeet Gannguli
Produced by : Surinder films

যার ছবি এই মন এঁকে যায় লিরিক্সঃ

যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায় (৩ বার)
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়

যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়

কাজল কালো দুটি চোখে
সে যখনি আমায় দেখে
পড়েনা চোখেতে পলক
আর আসেনা কথা মুখে
ও হো হো কাজল কালো দুটি চোখে
সে যখনি আমায় দেখে
ও পড়েনা চোখেতে পলক
আর আসেনা কথা মুখে
তার চলে যাওয়া
ফিরে একটু চাওয়া
এই বুকেতে ঝড় তুলে যায়

যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়

বলব কবে তাকে ডেকে
আমি তোমাকে ভালোবাসি
করেছে পাগল আমাকে
ওগো তোমার ওই মিষ্টি হাসি
ও হো হো বলব কবে তাকে ডেকে
আমি তোমাকে ভালোবাসি
করেছে পাগল আমাকে
ওগো তোমার ওই মিষ্টি হাসি
কবে জানবে তুমি
কবে বলব আমি
কেউ আছে গো তোমার আশায়

যার ছবি এই মন এঁকে যায়
যার কথা ভেবে দিন কেটে যায়
সে কি জানে শুধু তাকে
ভালোবাসে আমার হৃদয়
যার ছবি এই মন এঁকে যায়

Jar Chobi Ei Mon Eke Jay Lyrics By Sonu Nigam

Jar Chobi Ei Mon Enke Jay
Jar kotha vebe din kete jay
Se ki jane sudhu take
bhalobashe amar hridoy
Jar Chobi Ei Mon Eke Jai
Kajol kalo duti chokhe
Se jokhoni amay dekhe
Pore na chokhete polok
Ar ashe na kotha mukhe
Tor chole jawa fire ektu chawa
Ei bukete jhor tule jay
Bolbo kobe take deke
Ami tomake bhalobashi
Koreche pagol amake
Kobu tomar oi misti haasi
Kobe janbe tumi kobe bolbo ami
Keu ache go tomar ashay

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button