Je Prem Shorgo Theke Lyrics (যে প্রেম স্বর্গ থেকে এসে) By Milu & Kanak

Je Prem Shorgo Theke Lyrics (যে প্রেম স্বর্গ থেকে এসে) By Khalid Hassan Milu & Kanak Chapa
যে প্রেম স্বর্গ থেকে এসে – Nitti Nitti Udoy Re Surjo Bangla Song Lyrics. This song Singing by Monir Khan & Jhuma Khondokar. Music Composed by Emon Saha. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Anupam Movie Songs” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song: Je Prem Shorgo Theke – যে প্রেম স্বর্গ থেকে এসে
Singer: Khalid Hassan Milu & Kanak Chapa
Lyricist & Composition: Ahmed Imtiaz Bulbul
Movie: Praner Cheye Priyo
Label: Anupam
যে প্রেম স্বর্গ থেকে এসে লিরিক্সঃ
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয় (২ বার)
সেই প্রেম আমাকে দিও, জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আর আমি আর কেউ নয়
এমন একটা যদি পৃথিবী হয়
মিলনের সুখে ভরে যায় বুক
যেখানে আছে শুধু সুখ আর সুখ
সেই সুখ আমাকে দিও, জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
চাইনা কিছুই তো জীবনে আর
তোমার মুখটা যদি দেখি একবার
এ জীবন করেছ কত যে মধুর
হৃদয়ে কত গান কত যে সুর
সেই সুর আমাকে দিও, জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
যে প্রেম স্বর্গ থেকে এসে
জীবনে অমর হয়ে রয় (২ বার)
সেই প্রেম আমাকে দিও, জেনে নিও
তুমি আমার
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়
Je Prem Shorgo Theke Lyrics By Khalid Hassan Milu & Kanak Chapa
Je prem sorgo theke ase
Jibone omor hoye roy
Sei prem amake diyo jene niyo
Tumi amar praner cheye priyo
Tumi ar ami ar keu noy
Emon ekta jodi prithibi hoy
Miloner sukhe vore jay buk
Jekhane ache shudhu sukh ar sukh
Sei sukh amake diyo jene niyo