Jiboner Gan Gai Lyrics (জীবনের গান গাই) By Belal Khan & Samina

Jiboner Gan Gai Lyrics (জীবনের গান গাই) By Belal Khan & Samina
জীবনের গান গাই – Jiboner Gaan Gai Bangla Song Lyrics. This song Singing by Belal Khan & Samina. Music Composed by Belal Khan. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Belal Khan” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.
Song Information:
Song : Jiboner Gaan Gai –
Singer : Belal Khan & Samina Chowdhury
Lyric : Hashibur Reza Kallol
Composer : Belal Khan
Music Arrangement : Musfiq Litu
জীবনের গান গাই লিরিক্সঃ
বৃষ্টিরা ঝরে আমার
বোবা কান্না হয়ে
নদীর স্রোত বয়ে যায়
আমার স্বপ্ন নিয়ে
আমি মেঘে উড়ি
আগুন হয়ে পুড়ি
দুঃখের সাথে আছে
আমার ভীষণ প্রনয়
আমি মেঘে উড়ি
আগুন হয়ে পুড়ি
সুখ চাদরে দুঃখ জড়িয়ে
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
আমি জোছনা গায়ে মাখি
আমি জোছনা গায়ে মাখি
প্রজাপতির রঙিন পাখায়
তোমার ছবি আঁকি
শেষ বিকেলের আলোর মাঝে
হারানো কে খুঁজি
পাইনা খুঁজে তাই আধারে
মিলিয়ে যাই
আমি মেঘে উড়ি
আগুন হয়ে পুড়ি
দুঃখের সাথে আছে
আমার ভীষণ প্রনয়
আমি মেঘে উড়ি
আগুন হয়ে পুড়ি
সুখ চাদরে দুঃখ জড়িয়ে
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
ছেঁড়া পালের নৌকা হয়ে
দিক হারিয়ে চলি
গহিন কোথাও হারায়
আমি পূর্ব-পশ্চিম ভুলি (২ বার)
পারিনা আমি চাই ভুলতে
তোমাকে ভুলতে চাই
আমি মেঘে উড়ি
আগুন হয়ে পুড়ি
দুঃখের সাথে আছে
আমার ভীষণ প্রনয়
আমি মেঘে উড়ি
আগুন হয়ে পুড়ি
সুখ চাদরে দুঃখ জড়িয়ে
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই
জীবনের গান গাই..
Jiboner Gan Gai Lyrics By Belal Khan & Samina
Bristyra jhore amar
Boba kanna hoye
Nodir srot boye jay
Amar shopno niya
Ami meghe uri
Agun hoye puri
Dukher satha ase
Amar vison pronoy
Ami meghe uri
Agun hoye puri
Sukh cadore dukho joriya
Jiboner gan gai