Bengali Lyrics

Jonak Poka Lyrics (জোনাক পোকা) By Adnan Kabir

Jonak Poka Lyrics

Jonak Poka Lyrics (জোনাক পোকা) By Adnan Kabir

জোনাক পোকা – Panga Bangla Song Lyrics. This song Singing by Adnan Kabir. Music Composed by Ahmed Sajeeb. This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “Samsul Official Music” youtube channel. If anybody need Bangla Lyrics & English Lyrics, they can easily got it by this website.

Song Information:

Song : Jonak Poka – জোনাক পোকা
Singer : Adnan Kabir
Lyrics : MAYAZ HOSSAIN ROKY
Tune : Adnan Kabir
Music : Ahmed Sajeeb
Label : Samsul Official

জোনাক পোকা লিরিক্সঃ

আমার আকাশের তারা
গুলো জ্বলে নারে হায়ে
কোন শহরের আলো
দিয়ে কারে খুঁজে যাই

জোনাক পোকা হইছে
আপন কাছের মানুষ তাই
অন্ধকারে এখন আমায়
আলো দিয়ে যায় (৩ বার)

কত জনের কত কথা
আজও আমায় ভাবায়
সেই কথা ভেবে আমার
ব্যাথার জোয়ার বাড়াই
নাপা একস্ট্রা এখন আমার
কাজে দেয় না হায়
অবিরত ব্যাথা করে
মনের পিন্জিরায়

জোনাক পোকা হইছে
আপন কাছের মানুষ তাই
অন্ধকারে এখন আমায়
আলো দিয়ে যায় (২ বার)

কত শত চিঠি হায় রে
নষ্ট হয়ে যায়
পোষ্ট অফিসের পিয়ন টাও
আমায় খুঁজে বেড়ায়
কাইর হইয়া সেতো
আজও নিলো রে বিদায়
চিঠি পড়ার এখন তাহার
সময় আর নাই

জোনাক পোকা হইছে
আপন কাছের মানুষ তাই
অন্ধকারে এখন আমায়
আলো দিয়ে যায় (২ বার)

তুমি আজ সেজে আছো
রঙ্গিন কাপড় দিয়ে
তোমার ঘৃনার মানুষ ঘুমায়
সাদা কাপড় নিয়ে
দেখবো নাকো কখন হায়
এই পৃথিবীর আলো
তুমি ছাড়া শূন্য মহল
শুধুই ধুসর কালো

জোনাক পোকা হইছে
আপন কাছের মানুষ তাই
অন্ধকারে এখন আমায়
আলো দিয়ে যায় (২ বার)

Jonak Poka Lyrics By Adnan Kabir

Amar akasher tara
Gula jole nare hay
Kon shohore alo
Diye kare khuye jai.
Jonak poka hoiche
Apon kacher manush tai
Ondhokare ekhon amay
Alo diye jay
Koto joner koto kotha
Ajo amay vabay
Sei kotha vebe amar
Bethar joyar barai
Napa extra ekhon amar
Kaje dey na hay
Obiroto betha kore
Moner pinjiray

<<Get More Lyrics>>

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button